Advertisement

Suvendu Adhikari Reveals Bhaipo Gang: 'এরা ভাইপো গ্যাং..', ৫০ জনের গ্যালারি প্রকাশ্যে আনলেন শুভেন্দু

কলেজে কলেজে মনোজিতরা রয়েছে, এরা ভাইপো গ্যাং। আগেই এই দাবি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে করে সেই ৫০ জনের পরিচয় প্রকাশ্যে আনলেন শুভেন্দু। সাংবাদিক বৈঠকে একটি গ্যালারি প্রকাশ করে বিরোধী দলনেতা বলেন, এই সেই ৫০ জন যারা টপ লিডার ভাইপো গ্যাঙের।

 ৫০ জনের গ্যালারি প্রকাশ্যে আনলেন শুভেন্দু ৫০ জনের গ্যালারি প্রকাশ্যে আনলেন শুভেন্দু
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Jul 2025,
  • अपडेटेड 5:47 PM IST

কলেজে কলেজে মনোজিতরা রয়েছে, এরা ভাইপো গ্যাং। আগেই এই দাবি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে করে সেই ৫০ জনের পরিচয় প্রকাশ্যে আনলেন শুভেন্দু। সাংবাদিক বৈঠকে একটি গ্যালারি প্রকাশ করে বিরোধী দলনেতা বলেন, এই সেই ৫০ জন যারা টপ লিডার ভাইপো গ্যাঙের।

প্রসঙ্গত, বছর পেরোলেই ছাব্বিশের বিধানসভা ভোট। তারই মধ্যে একাধিক ইস্যুতে বারবার নাম জড়াচ্ছে তৃণমূল নেতাদের। উদ্বেগের মুখে শাসকদল। এমন এক পরিস্থিতিতে কসবাকাণ্ডে তীব্র আক্রমণ শানিয়ে ভাইপো গ্যাংয়ের ছবি প্রকাশ্যে আনলেন  রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন কসবাকাণ্ডে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু। পাশাপাশি মমতা সরকারকে আক্রমণ করে বলেছেন, রাজ্যে মুসলিম লিগের সরকার চলছে।

আগেই নাম না করেই আগেই শুভেন্দু বলেছিলেন, 'আমি ভাইপো গ্যাং-কে সমর্থন করতে পারিনি বলে বিজেপিতে যেতে হয়েছে।' 'কলেজে কলেজে মনোজিতরা আছে, এরা ভাইপো গ্যাং। এদের হাতে কেউ সুরক্ষিত নন, এরা চিটিংবাজ। অশোক দেবকে বিধায়ক থাকতে হলে ভাইপো গ্যাং-কে সমর্থন করতে হবে। আমি ভাইপো গ্যাংয়ে নাম লেখাতে পারিনি , তাই আমাকে ২০২০ সালে বিজেপিতে যেতে হয়েছে । বিজেপি আমাকে নিয়েছে বলে গিয়েছি। সব পদ ছেড়ে গিয়েছি।' সেদিনই তিনি বলেছিলেন , 'আমি আগামী মঙ্গলবার দিন, আপনাদের একটা গ্যালারি দেব, ৫০ জনের যারা টপ লিডার ভাইপো গ্যাঙের। আমি চাইলে এটা ১ হাজার জনেরও দিতে পারি। কিন্তু আমি অতজন বিখ্যাত করতে চাই না। ৫০ জনের একটা গ্যালারি দেব।' সেইমতো এদিন ছবি প্রকাশ্যে আনলেন শুভেন্দু অধিকারী।

তাঁর অভিযোগ, 'এই সব ছাত্ররা ভাইপোর হয়ে টাকা তোলার কাজ করে। মনোজিত মিশ্রের মতো বহু ছাত্রী নির্যাতনকারী আজ কলেজ চত্বরে ক্ষমতার রক্ষাকবচ পরে ঘুরে বেড়াচ্ছে।' শুভেন্দু বলেন, ‘প্রাথমিকভাবে ৫০ জনের নাম প্রকাশ করলাম। ইচ্ছে করলে আরও ১,০০০ জনের তালিকা দিতে পারি। সেই প্রস্তুতিও চলছে।’ তিনি আরও বলেন, ‘প্রত্যেক কলেজে একটা করে মনোজিত রয়েছে। ছাত্রছাত্রীদের সুরক্ষা আজ তলানিতে ঠেকেছে। প্রশাসন সব জেনেও নিশ্চুপ, কারণ এরা সকলেই ‘ভাইপোর’ লোক।’ রাজ্যের আইনশৃঙ্খলাকে কটাক্ষ করে শুভেন্দু এও বলেন, 'কলেজের ইউনিয়নরুমগুলির এঙেন কার্যকলাপ এবং পুলিশি নিষ্ক্রিয়তার জন্যই তো ইউনিয়ন রুম বন্ধ করে দেওয়ার কথা বলতে হয় আদালতকে।'

Advertisement

অপরদিকে, এদিন ফের হিন্দুদের একত্র হওয়ার ডাক দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, পশ্চিমবঙ্গের হিন্দুদের হার ৬৭ শতাংশে নেমে গেছে। সেইসঙ্গে 'সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে', বার্তা দেন শুভেন্দু অধিকারী।

Read more!
Advertisement
Advertisement