Advertisement

Kunal Ghosh: ডায়মন্ড হারবারে 'ভুয়ো ভোটার'? BJP-র অনুরাগকে 'প্রমাণ' পাঠালেন কুণাল

ডায়মন্ড হারবারে বিজেপির ‘ভুয়ো ভোটার’ তত্ত্ব ঘিরে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। বুধবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর অভিযোগ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রেকর্ড ভোটে জয়ী হলেও ওই কেন্দ্রে অন্তত ২ লক্ষ ৫৯ হাজার ভুয়ো ভোটার রয়েছেন।

কুণাল ঘোষ ও অনুরাগ ঠাকুর।-ফাইল ছবিকুণাল ঘোষ ও অনুরাগ ঠাকুর।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 Aug 2025,
  • अपडेटेड 5:36 PM IST
  • ডায়মন্ড হারবারে বিজেপির ‘ভুয়ো ভোটার’ তত্ত্ব ঘিরে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব চরমে পৌঁছেছে।
  • বুধবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর অভিযোগ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রেকর্ড ভোটে জয়ী হলেও ওই কেন্দ্রে অন্তত ২ লক্ষ ৫৯ হাজার ভুয়ো ভোটার রয়েছেন।

ডায়মন্ড হারবারে বিজেপির ‘ভুয়ো ভোটার’ তত্ত্ব ঘিরে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। বুধবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর অভিযোগ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রেকর্ড ভোটে জয়ী হলেও ওই কেন্দ্রে অন্তত ২ লক্ষ ৫৯ হাজার ভুয়ো ভোটার রয়েছেন। তাঁর দাবি, গত ৪ বছরে ফলতা, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, মহেশতলা ও বজবজ মিলিয়ে অন্তত ৩০১টি বুথে ভোটার সংখ্যা ১৫ শতাংশ বেড়েছে এবং সব জায়গায় তৃণমূল জয়লাভ করেছে।

তৃণমূল অবশ্য এই অভিযোগ সরাসরি খারিজ করেছে। বৃহস্পতিবার তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দিল্লিতে অনুরাগ ঠাকুরের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘প্রমাণপত্র’ পাঠিয়েছেন। তিনি জানান, ডায়মন্ড হারবারের ২৬৫ নম্বর বুথে আগের ভোটার সংখ্যা ছিল ৪৭, বর্তমানে ৪১ জন রয়েছেন। অনুপস্থিত ৬ জনের মধ্যে ১ জন মৃত, ১ জন ওড়িশায়, ৩ জন বিবাহসূত্রে অন্যত্র এবং ১ জন কর্মসূত্রে বাইরে আছেন।

কুণালের দাবি, গত ৪ বছরে ডায়মন্ড হারবারে ভোটার বৃদ্ধি হয়েছে মাত্র ৪.৭০ শতাংশ এবং ফলতার ১৪৪ নম্বর বুথে বৃদ্ধি ৪.০৯ শতাংশ। তাঁর কথায়, 'ভোটার যদি বৈধ হন, তাহলে সংখ্যা বাড়তেই পারে। অনুরাগ ঠাকুর হয় জানেন না, নয়তো মিথ্যে বলছেন।'

তৃণমূলের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছেন বিজেপি নেতৃত্ব। অনুরাগের অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে দাবি করে তারা স্পষ্ট বার্তা দিয়েছে—ভুয়ো ভোটার নিয়ে গুজব ছড়িয়ে রাজনৈতিক ফায়দা তোলা যাবে না।

 

Read more!
Advertisement
Advertisement