দিলীপ ও রিঙ্কুর মিলনের পিছনে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা। এক্স হ্যান্ডেলে এমন দাবিই করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এ দিন দিলীপের বাড়িতে পৌঁছে গিয়েছে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা ও ফুলের তোড়া।
বৃহস্পতিবার কুণাল বিজেপি নেতা দিলীপ ঘোষের বিয়ের 'সংবাদ' দিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন। সেই কুণালই এবার দাবি করলেন এই বিবাহের নেপথ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইকোপার্কে প্রাতর্ভ্রমণে গিয়ে দিলীপ ও রিঙ্কুর আলাপ। সেই পরিচয় গড়াল পরিণয়ে। কুণাল মনে করিয়ে দিয়েছেন, নিউটাউনে ইকো পার্কটি তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এক্স হ্যান্ডেলে কুণাল লিখেছেন,'যেহেতু মর্নিং ওয়াকে নিয়মিত যেতেন ইকো পার্কে, যেহেতু ওখানেই পরিচয় থেকে আজ পরিণয়, এবং যেহেতু ওই অপূর্ব ইকো পার্কটি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি; তাই এই মিলনের পিছনে মুখ্যমন্ত্রীর ভূমিকা সত্যিই অনস্বীকার্য। (বাক্যগঠন ও বানান অসম্পাদিত)
এ দিন দিলীপের নিউটাউনের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়ে এসেছেন বিজেপির শীর্ষ নেতারা। সুকান্ত মজুমদার জানান, পাঞ্জাবি-ধুত, ফুল-মিষ্টি দিতে এসেছিলেন। সব নেতাদের পোশাক উপহার দিয়েছেন দিলীপও।
দিলীপের হবু স্ত্রী রিঙ্কু মজুমদার জানান,'আমি একদিন জানতে চেয়েছিলাম, আপনি বিয়ে করবেন না স্যার? উনি বলেছিলেন, না। ১৫ দিন পর আরও একবার বলি আপনি বিয়ে করবেন না কেন? ভাবুন তো অটল বিহারী বাজপেয়ীর কথা। একটা বয়সের পর সঙ্গীর দরকার পড়ে। সব কথা বাইরের মানুষকে বলতে পারে না। আত্মীয় স্বজনেরাও সরে যায়। পুরুষদের তো বন্ধু হয় না। রাজনীতিতে তো নয়ই। রাজনীতি করতে গেলে বিয়ে করাটা জরুরি'।