Advertisement

Kunal Ghosh Mocks Partha Chatterjee: 'মানসিক অত্যাচার চলছে,' আদালতে বললেন পার্থ, পাল্টা কুণাল, ' সব নৌটঙ্কি'

রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য়, কুণালের এই প্রতিক্রিয়া থেকে এটা আবারও স্পষ্ট হয়ে গেল যে রাজ্যের শাসকদল কোনওভাবেই পার্থর পাশে নেই। বরং রোজই তাঁর থেকে দূরত্ব বাড়ানো হচ্ছে।

'মানসিক অত্যাচার চলছে,' আদালতে বললেন পার্থ, পাল্টা কুণাল, ' সব নৌটঙ্কি'
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Feb 2023,
  • अपडेटेड 9:28 AM IST
  • স্পষ্ট হয়ে গেল যে রাজ্যের শাসকদল কোনওভাবেই পার্থর পাশে নেই
  • পার্থ ও অর্পিতার জামিনের আর্জি খারিজ হয়েছে

নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Scam) অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) আদালতে দাবি করেছেন যে তাঁর উপরে মানসিক নির্যাতন হচ্ছে। মঙ্গলবার ভার্চুয়াল মাধ্যমে জেল থেকে আদালতের শুনানিতে হাজিরা দেন পার্থ। তাঁর শরীর কেমন আছে, তা জানতে চান বিচারক। জবাবে কাতর আর্তি জানিয়ে পার্থ বলেন, 'আমি খুবই অসুস্থ। আমি জানি আমি নির্দোষ। তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে আমার উপরে মানসিক অত্যাচার করা হচ্ছে। আমার সামাজিক সম্মান নষ্ট করা হচ্ছে।'

পার্থর কাতর আর্তিতে অবশ্য মন গলেনি বিচারকের। তাঁর জামিনের আর্জি আবারও খারিজ করেছেন বিচারক। অর্পিতার সঙ্গে পার্থকেও জেল হেফাজতে পাঠিয়েছেন। এদিকে, কাতর আর্জি জানানোয় উল্টে পার্থকেই কটাক্ষ করেছে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) প্রতিক্রিয়া, নাটক করছেন পার্থ।

আরও পড়ুন: Arpita Mukherjee- Partha Chatterjee: 'পেটে ব্যথা, গাইনোকলজি প্রবলেম', আদালতে কান্নাকাটি অর্পিতার; হাজির পার্থও

রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য়, কুণালের এই প্রতিক্রিয়া থেকে এটা আবারও স্পষ্ট হয়ে গেল যে রাজ্যের শাসকদল কোনওভাবেই পার্থর পাশে নেই। বরং রোজই তাঁর থেকে দূরত্ব বাড়ানো হচ্ছে। অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর ফুঁসে উঠেছিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, পার্থ ইস্যুতে তিনি সেইভাবে কিছু বলেননি। তখনই টের পাওয়া গিয়েছিল যে পার্থর যাবতীয় দায় দল কোনওভাবেই মাথায় নেবে না।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement