Advertisement

Kunal Ghosh: 'ও বিয়ে করুক', অগ্রহায়ণে শমীককে প্রস্তাব কুণালের

শুরু হয়েছে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান। একটি বিয়েবাড়িতে গিয়ে মিসড কল দিয়ে নববধূকে বিজেপির সদস্য করে বেশ 'ভাইরাল' হয়েছেন শমীক ভট্টাচার্য।

কুণাল ঘোষকুণাল ঘোষ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 18 Nov 2024,
  • अपडेटेड 8:55 PM IST

ফেসবুক জুড়ে এখন বিয়ে আর বিয়ে। পর্বে পর্বে আইবুড়ো ভাত খাচ্ছেন কেউ। কেউ প্রি-ওয়েডিং ছবি দিচ্ছেন। কেউ আবার দিচ্ছেন বিয়ের ছবি। কালের নিয়মেই অগ্রহায়ণে ডানা মেলছে প্রজাপতি। এমন মাসে বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যকে ছাদনাতলায় দেখতে চাইছেন রাজনৈতিক বৈরী কুণাল ঘোষ। বিজেপি নেতাকে তাঁর প্রস্তাব, এই বেলায় বিয়েটা করে ফেলুক! হঠাৎ অকৃতদার শমীককে এহেন বিবাহ-প্রস্তাব কেন? 
    
শুরু হয়েছে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান। একটি বিয়েবাড়িতে গিয়ে মিসড কল দিয়ে নববধূকে বিজেপির সদস্য করে বেশ 'ভাইরাল' হয়েছেন শমীক ভট্টাচার্য। তাঁর এই উদ্যোগকেই কটাক্ষ করেছেন কুণাল। তিনি বলেন, 'এ পাগল নাকি! মিসড কল দিয়ে সদস্য সংগ্রহ? বিয়েবাড়িতে গিয়ে শমীক ভট্টাচার্য নববধূকে মিসড কল দিয়ে সদস্য সংগ্রহ করছে। এর থেকে তো শমীক ভট্টাচার্য নিজে বিয়ে করে বউকে দিয়ে মিসড কল দেওয়াত। ওঁর বিয়েটাও হত, সদস্যও পেত'। 
 
কুণাল যোগ করেন,'এটা কোনও রাজনৈতিক দলে হয় নাকি! বিয়েবাড়ি খেতে গিয়ে নববধূকে দিয়ে মিসড কল করিয়ে বলব, পার্টিতে আসুন! আমি শমীককে বলব, ও যথেষ্ট সবুজ মনের, সাহিত্যিক। ও বিয়ে করুক। ও বিয়ে করে নিজের বউকে দিয়ে মিসড কল দেওয়াক। আমার জীবনে তুমি এসো। পার্টিতেও এসো'। 

শমীক নেমন্তন্ন করলে বিয়েতে যাবেন বলেও জানান কুণাল। সেই সঙ্গে তৃণমূল নেতার দাবি, বিজেপি সদস্য জোগাড় করতে পারছে না। তাঁর কথায়,'এসব পাগল! এভাবে পার্টি চলে? ছেলেখেলা হচ্ছে? যুক্তি আবেগ থেকে রাজনৈতিক দল করেন মানুষ। বউভাতের সন্ধেবেলায় ফুরফুরে মেজাজে আছেন নববধূ, তাঁকে দিয়ে সদস্য সংগ্রহ করা হচ্ছে। শমীকের কাজটা কঠিন। বিজেপির সদস্য হচ্ছে না। তাই নববধূকে দিয়েও মিসড কল করাতে হচ্ছে। কোথাও হয়তো যাচ্ছে, রাস্তায় বিয়েবাড়ি দেখেই ঢুকে গেল'।

Read more!
Advertisement
Advertisement