Advertisement

Kunal Ghosh : 'মমতা বন্দ্য়োপাধ্যায় রামকৃষ্ণ আর অভিষেক বিবেকাকন্দ', বলছেন কুণাল

কিছুদিন আগে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মমতা বন্দ্যোপাধ্য়ায়কে চৈতন্যদেবের উত্তরসূরি বলেছিলন। এবার সেই তালিকায় নয়া সংযোজন কুণাল ঘোষ।

mamata banerjee
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Dec 2023,
  • अपडेटेड 7:39 PM IST
  • মমতা বন্দ্যোপাধ্যায়কে রামকৃষ্ণ বললেন কুণাল
  • অভিষেককে বললেন বিবেকানন্দ

কিছুদিন আগে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মমতা বন্দ্যোপাধ্য়ায়কে চৈতন্যদেবের উত্তরসূরি বলেছিলন। এবার সেই তালিকায় নয়া সংযোজন কুণাল ঘোষ। তৃণমূলের মুখপাত্র আজ বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, অভিষেক বন্দ্যোপাধ্যায় হলেন স্বামী বিবেকানন্দ।' 

কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, দলের বেশ কয়েকজনের প্রতি ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে নেত্রীর দূরত্ব বেড়েছে। অভিষেক নিজেকে ডায়মন্ডহারবার লোকসভার মধ্যে সীমাবদ্ধ রাখবেন বলেও শোনা যাচ্ছিল। তবে সেই সল জল্পনা নিয়ে মুখ খোলেনি তৃণমূলের কেউই। তারই মধ্যে কুণাল ঘোষ বলেন, টমমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, অভিষেক বন্দ্যোপাধ্যায় হলেন স্বামী বিবেকানন্দ। শ্রী রামকৃষ্ণের অনেক শিষ্য ছিলেন। তাও তাঁর কথা লোকে বিবেকানন্দের মুখেই শুনতে চাইতেন। তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতাদর্শ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দিয়েই মানুষ দেখতে চান। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, তাঁর ত্যাগ, তাঁর আন্দোলনের কথা মানুষ অভিষেকের মধ্যে দিয়ে দেখতে চাইছেন।'

প্রসঙ্গত, কিছুদিন আগেই এই কুণাল ঘোষ বলেছিলেন, ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক। কুণালের সেই মন্তব্য নিয়ে কম জলঘোলা হয়নি। সেই সময় অনেকেই বলেছিলেন, আদি ও নব্য দ্বন্দ্ব মেটাতে কুণাল ঘোষ এসব বলছেন। 

সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন কুণাল ঘোষ, ব্রাত্য বসু, পার্থ ভৌমিক সহ দলের একগুচ্ছ নেতা। সেই বৈঠকের পরই রবিবার বিবেকানন্দ রামকৃষ্ণ তত্ত্ব শোনা যায় কুণালের মুখে। 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement