Advertisement

Kolkata Holi Security: দোলে অঘটন রুখতে তৈরি পুলিশ, কলকাতার ঘাটে ঘাটে নজরদারি

রাত পোহালেই রঙের উৎসবে মাতবে গোটা বাংলা। কিন্তু এই আনন্দ করতে গিয়েই ঘটে যায় দুর্ঘটনা। এবার যাতে এমন কোনও ঘটনা না ঘটে তারজন্য কলকাতা শহরের নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করেছে কলকাতা পুলিশ। রাস্তায় থাকবেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। রং খেলার পর গঙ্গায় স্নান করতে নামার চল রয়েছে। তাতে দুর্ঘটনা ঘটে যায়। তাছাড়া অনেকে নেশা করেও রং খেলায় মাতেন। রংয়ে আবার রাসায়নিকও মেশানো হয় অনেক সময়। সে বিষয়ে কড়া নজরদারি করবে পুলিশ।

দোলে দুর্ঘটনা এড়াতে কঠোর পুলিশদোলে দুর্ঘটনা এড়াতে কঠোর পুলিশ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Mar 2025,
  • अपडेटेड 8:24 PM IST

রাত পোহালেই রঙের উৎসবে মাতবে গোটা বাংলা। কিন্তু এই আনন্দ করতে গিয়েই ঘটে যায় দুর্ঘটনা। এবার যাতে এমন কোনও ঘটনা না ঘটে তারজন্য কলকাতা  শহরের নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করেছে কলকাতা পুলিশ। রাস্তায় থাকবেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। রং খেলার পর গঙ্গায় স্নান করতে নামার চল রয়েছে। তাতে দুর্ঘটনা ঘটে যায়। তাছাড়া অনেকে নেশা করেও রং খেলায় মাতেন। রংয়ে আবার রাসায়নিকও মেশানো হয় অনেক সময়। সে বিষয়ে কড়া নজরদারি করবে পুলিশ।

দোলের দিন শহরের নিরাপত্তা ব্যবস্থায় কী পদক্ষেপ?
এই দোল ও হোলির দিন যাতে কোনও গোলমাল, অশান্তি, হিংসা, আক্রমণ না হয় তার জন্য কলকাতা শহরজুড়ে মোতায়েন করা হচ্ছে প্রায় ২১,০০০ পুলিশ। রাস্তায় থাকছেন যুগ্ম পুলিশ কমিশনার এবং ডিসি পদমর্যাদার পুলিশ অফিসাররাও। একশোর বেশি গুরুত্বপূর্ণ জায়গায় থাকছে পুলিশ পিকেট। শহরজুড়ে টহল দেবে ৫৮টি ভ্যান। পুলিশের বাইক টহল দেবে। 

দোল ও হোলি উৎসবে  অনেকে মদ্যপান করে থাকেন। আর ওই অবস্থাতেই জলকেলি করতে নানা ঘাটে নেমে পড়েন। সেখান থেকেই ঘটে অঘটন। এবার এই সুরাপ্রেমীদের দোলের আগে কড়া বার্তা দিল লালবাজার। শুক্রবার ও শনিবার কলকাতার অন্তত ৬৬টি ঘাটে কড়া নজরদারি রাখছে পুলিশ। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। এমনকী দোলের দিন মদ্যপান করে এলাকার পুকুর বা জলাশয়ে যাতে কেউ না নামেন তার জন্য স্থানীয় ক্লাবগুলিকে সতর্ক করেছে পুলিশ। তবে রাস্তায় প্রচুর পুলিশ থাকবে টহলরত অবস্থায়। পুলিশের উপর হামলা এবং বচসা করলে সরাসরি লকআপে ঢুকিয়ে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 কোনও হিংসার ঘটনা ঘটলে পুলিশ যাতে দ্রুত সেখানে পৌঁছতে পারে তারও ব্যবস্থা নেওয়া হয়েছে। অলিগলিতে টহল দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। লালবাজারকে প্রত্যেক মুহূর্তের আপডেট দিতে হবে স্থানীয় থানাগুলিকে। প্রস্তুর থাকছে পুলিশের বাইক বাহিনীও। শহরে সম্প্রীতি বজায় রাখতে প্রচুর পুলিশ রাস্তায় নামানো হচ্ছে বলে সূত্রের খবর। পুলিশের সূত্রে খবর, গত দু’বছরে দোলের দিন কলকাতায় গঙ্গা এবং জলাশয়ে ডুবে তিনজনের মৃত্যু হয়েছিল। তা থেকে শিক্ষা নিয়ে এবার এমন পদক্ষেপ কলকাতা পুলিশের। কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের সদস্যদের প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে লালবাজার। সুরক্ষা ও নিরাপত্তার পাশাপাশি কলকাতা পুলিশের নজর থাকছে মাতাল হয়ে কেউ যেন জলে না নামেন। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়া হচ্ছে।

Advertisement

শুক্রবার ও শনিবার শহরের জলাশয় ও গঙ্গার ঘাটে নজরদারি চলবে। প্রায় ৬৬টি ঘাটে নজরদারি চালাবে পুলিশ। ৪৪টি ঘাটে প্রস্তুত থাকবে বিপর্যয় মোকাবিলা বাহিনী। শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নজরে রাখতে মোতায়েন বহু পুলিশকর্মী। যুগ্ম পুলিশ কমিশনার এবং ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিকরাও থাকছেন রাস্তায়। গোলমাল ঠেকাতে ১০০টির বেশি জায়গায় পুলিশ পিকেট। এছাড়াও কিউআরটি (QRT) এবং কলকাতা পুলিশের বাইক বাহিনী প্রস্তুত থাকছে।

প্রসঙ্গত শুক্রবার হোলি উদযাপন এবং রমজানের দ্বিতীয় জুমার নামাজ একসঙ্গে  হওয়ায় কলকাতায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ কমিশনার কারও অনুভূতিতে আঘাত না দিয়ে অনুষ্ঠান উদযাপনে সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্বের উপর জোর দিয়েছেন। সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের জন্য পুলিশ স্টেশনগুলিকে নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে। ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে  কথা বলতে গিয়ে কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা বলেন, “হোলি এবং শুক্রবারের নামাজ, দুটোই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। তাই, উভয় সম্প্রদায়েরই কাউকে অসম্মান না করে বা কারো অনুভূতিতে আঘাত না দিয়ে উদযাপন করা উচিত। অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং বিস্তারিত ব্যবস্থা নেওয়া হচ্ছে, অনেক বিষয় মাথায় রেখে। আমরা বাংলাদেশের সংকট এবং এখানে সাম্প্রতিক ঘটনাবলীর কথাও মাথায় রাখছি। আমরা রাজনৈতিক বার্তাগুলিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। সমস্ত বাহিনী সতর্ক রয়েছে। সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে থাকবেন। আমরা চাই সবাই স্বাচ্ছন্দ্য এবং শ্রদ্ধার সাথে তাদের উৎসব উপভোগ করুক।”

Read more!
Advertisement
Advertisement