Advertisement

Suvendu Adhikary Mamata Banerjee: 'সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন মমতা', বিস্ফোরক শুভেন্দু

Suvendu Adhikary Mamata Banerjee: শুভেন্দু এদিন বলেন, এই সরকার হিন্দু বিরোধী সরকার। এখানে অন্য ধর্মের নেতারা যত না বেশি সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন, তার থেকে বেশি মমতা বন্দ্যোপাধ্য়ায় ও তাঁর সরকার সবথেকে বেশি সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন।

মমতা ও তাঁর সরকার সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন, বিস্ফোরক অভিযোগ শুভেন্দুরমমতা ও তাঁর সরকার সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন, বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
বিশাল দাস
  • কলকাতা,
  • 01 Feb 2025,
  • अपडेटेड 6:49 PM IST

Suvendu Adhikary Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত রাজ্য সরকারকে হিন্দু বিরোধী সরকার বলে তোপ দাগলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার সরস্বতী পুজো বন্ধ করতে চাইছে বলে অভিযোগ করেন তিনি।

শুভেন্দু এদিন বলেন, এই সরকার হিন্দু বিরোধী সরকার। এখানে অন্য ধর্মের নেতারা যত না বেশি সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন, তার থেকে বেশি মমতা বন্দ্যোপাধ্য়ায় ও তাঁর সরকার সবথেকে বেশি সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন। হিন্দুরা যতক্ষণ না পর্যন্ত জাগবে ততক্ষণ এই জিনিস চলবে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর। তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্য়ায় নাকি সরস্বতী পুজো বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছেন।

সরস্বতী পুজো বন্ধ নিয়ে সম্প্রতি শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছন। যা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে।

আরও পড়ুন

শুক্রবার উত্তর কলকাতার নিউ মার্কেটে একটি কর্মসূচীতে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন- 
"এই সরকার হিন্দু বিরোধী সরকার। হিন্দুরা যতক্ষণ না পর্যন্ত জাগবে ততক্ষণ এই জিনিস চলবে। মমতা ব্যানার্জি এই জিনিস চালাচ্ছেন। কারণ তাঁর ৩০-৩২ শতাংশ ফিক্সড ভোট ব্যাঙ্ক রয়েছে। শওকত মোল্লাদের দিয়ে ভয় দেখিয়ে গরিব হিন্দুদের ভোট দিতে দিচ্ছে না। হাজার টাকার লক্ষ্মীর ভান্ডারের লোভ দেখিয়ে ভোট নিচ্ছে। তাই ৭০ শতাংশ হিন্দু একসঙ্গে হয়ে একে যতক্ষণ না হারাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই যন্ত্রণা চলবে। আমি CPM-কে তাড়ানোর জন্য অন্যতম ভূমিকা নিয়েছিলাম। এখন CPM-এর রোল হচ্ছে তৃণমূলকে সাহায্য করা। এখানে অন্য ধর্মের নেতারা যত না বেশি সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন, তার থেকে বেশি মমতা বন্দ্যোপাধ্য়ায় ও তাঁর সরকার সবথেকে বেশি সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন।" 

বৃহস্পতিবার বাগডোগরা বিমানবন্দরে নামেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন- এটা রাজনীতি করার সময় নয়। মমতা ব্যানার্জি যেটা করছেন সেটা ঠিক নয়। গঙ্গাসাগর ঠিক আছে। কিন্তু একদিনে ৭ কোটি পূর্ণার্থীরা সেখানে স্নান করেছেন মমতা ব্যানার্জি সেই সুযোগটা পাবেন না। সমস্ত সনাতনী হিন্দুরা এক হচ্ছেন সেটা দেখে হিংসা হচ্ছে মুখ্য়মন্ত্রীর। যে দুঃখজনক ঘটনা ঘটেছে তাতে করে সকলের উত্তরপ্রদেশ সরকারের পাশে থাকা উচিৎ। মৃত্যু কখনই টাকা দিয়ে পূরণ করা যায় না।  এত বড় ঘটনার পরও ৭ কোটি পূণ্যার্থী সেখানে স্নান করেছেন। এখনও মেলা চলছে। ওখানে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছে। মুখমন্ত্রী তুষ্টিকরণের রাজনীতি করছেন।
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement