Advertisement

Samir Putatunda Passes Away: PDS নেতা সমীর পুততুণ্ড প্রয়াত, শোকপ্রকাশে 'সিঙ্গুর-নন্দীগ্রাম' স্মরণ মমতার

প্রয়াত বর্ষীয়ান বামপন্থী নেতা সমীর পুততুণ্ড। রবিবার রাত সওয়া ১১টা নাগাদ দক্ষিণ কলকাতার মুকুন্দপুকুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন এই বামপন্থী নেতা। সমীর পুততুণ্ডর স্ত্রী ও পিডিএস নেত্রী অনুরাধা পুততুণ্ড জানিয়েছেন, প্রয়াত নেতার দেহ দক্ষিণ ২৪ পরগনায় তাঁর আদি বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে।

চলে গেলেন  পিডিএস নেতা সমীর পুততুণ্ডচলে গেলেন পিডিএস নেতা সমীর পুততুণ্ড
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Jan 2026,
  • अपडेटेड 8:48 AM IST

প্রয়াত  বর্ষীয়ান বামপন্থী নেতা সমীর পুততুণ্ড। রবিবার রাত সওয়া ১১টা নাগাদ দক্ষিণ কলকাতার মুকুন্দপুকুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন এই বামপন্থী নেতা। সমীর পুততুণ্ডর স্ত্রী ও পিডিএস নেত্রী অনুরাধা পুততুণ্ড জানিয়েছেন, প্রয়াত নেতার দেহ দক্ষিণ ২৪ পরগনায় তাঁর আদি বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন  হবে।

এক সময়ে দক্ষিণ ২৪ পরগনার দাপুটে নেতা ছিলেন সমীর পুততুণ্ড, ছিলেন দক্ষ সংগঠক। ছাত্র সংগঠন এসএফআইয়ের রাজ্য সভাপতি ছিলেন, বাম জমানায় দক্ষিণ ২৪ পরগনার সিপিএম জেলা সম্পাদক হয়েছিলেন। দলের কৌশল ও ভাবনার সঙ্গে মতপার্থক্যের জেরে সিপিএমের সঙ্গে সৈফুদ্দিন চৌধুরী ও সমীরের ' সম্মানজনক বিচ্ছেদ ' হয়েছিল ২০০১ সালের বিধানসভা নির্বাচনের আগে। সৈফুদ্দিন ও সমীর ছিলেন অভিন্ন হৃদয় বন্ধু, বাম রাজনীতির উল্লেখযোগ্য জুটি। সিপিএম ছেড়ে বেরিয়ে দুই বন্ধু গড়েছিলেন আলাদা দল পিডিএস। এক দশক আগে ক্যান্সার অকালে কেড়ে নিয়েছিল সৈফুদ্দিনকে, এ বার চলে গেলেন সমীর পুততুণ্ড।

 

 পিডিএস (পার্টি অফ ডেমোক্র্যাটিক সোশ্যালিজ়ম) গঠন করে ২০২১ সালের নির্বাচনে তিনি যাদবপুর বিধানসভা কেন্দ্রে বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটে সফল না হলেও রাজনৈতিক ক্ষেত্রে তাঁর সক্রিয় ভূমিকা বজায় ছিল। সিঙ্গুর ও নন্দীগ্রামের জমি আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। বামপন্থী নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘একদা বাম আন্দোলনের শক্তিশালী নেতা সমীর পুততুণ্ডকে হারিয়ে আমি খুবই মর্মাহত বোধ করছি। মনে হচ্ছে, আমি নিজের কাউকে হারালাম। সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনে একসঙ্গে কাজ করেছিলাম। অনুরাধাদিকে সান্ত্বনা জানানোর ভাষা নেই, তবুও সর্বদা পাশে আছি।’

পরিবার সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই  অসুস্থ ছিলেন সমীর পুততুণ্ড। দক্ষিণ ২৪ পরগনায় তাঁর আদি বাড়িতে সমীর পুততুণ্ডর দেহ নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন  স্ত্রী, পিডিএস নেত্রী অনুরাধা পুততুণ্ড। সেখানেই এই বর্ষীয়ান বামপন্থী নেতার শেষকৃত্য সম্পন্ন হবে।
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement