Advertisement

Local Train Cancel: শনি-রবিতে শিয়ালদা-হাওড়া শাখায় বাতিল একাধিক লোকাল ট্রেন, দেখুন লিস্ট

উৎসবের মরশুমে ফের ট্রেন বাতিলে দুর্ভোগের আশঙ্কা। শনি-রবিবার শিয়ালদহ ও হাওড়া শাখার একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে বলে জানানো হয়েছে পূর্ব রেলের তরফে। আর ট্রেন বাতিল মানেই যাত্রীরা দুর্ভোগের শিকার হবেন, এমনটা বলাই যেতে পারে।

হাওড়া-শিয়ালদাহাওড়া-শিয়ালদা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Nov 2023,
  • अपडेटेड 9:41 AM IST
  • উৎসবের মরশুমে ফের ট্রেন বাতিলে দুর্ভোগের আশঙ্কা।
  • শনি-রবিবার শিয়ালদহ ও হাওড়া শাখার একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে বলে জানানো হয়েছে পূর্ব রেলের তরফে।

উৎসবের মরশুমে ফের ট্রেন বাতিলে দুর্ভোগের আশঙ্কা। শনি-রবিবার শিয়ালদহ ও হাওড়া শাখার একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে বলে জানানো হয়েছে পূর্ব রেলের তরফে। আর ট্রেন বাতিল মানেই যাত্রীরা দুর্ভোগের শিকার হবেন, এমনটা বলাই যেতে পারে।

শিয়ালদার দক্ষিণ শাখায় টানা ১১ ঘণ্টা ট্রাফিক ও পাওয়ার ব্লক করা হয়েছে। ফলে বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, শনিবার রাত ১১টা ১০ থেকে রবিবার সকাল ১০টা পর্যন্ত কিছু মেরামতির কাজ হবে। 
রেলের তরফে বলা হয়েছে, বালিগঞ্জ- নামখানা সেকশনের জয়নগর মজিলপুর স্টেশনে থাকা ফুট ওভার ব্রিজ (এফওবি) ভেঙে ফেলার জন্য ১১ ঘণ্টা ওই লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লক করা হবে। যার ফলে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে।

কোন কোন ট্রেন বাতিল হচ্ছে?
শনিবার রাত ১০টা ২০ মিনিটের শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর ডাউন লোকাল।
রবিবার ভোর ৪টে ৫০ মিনিটের সোনারপুর-ডায়মন্ডহারবার ডাউন লোকাল।
রবিবার সকাল ৫টা ২০ মিনিটের শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর ডাউন লোকাল।
রবিবার সকাল ৫টা ৫২ মিনিটের ডায়মন্ডহারবার-বারুইপুর আপ লোকাল।
রবিবার সকাল ৭টা ১৪ মিনিটের মিনিটের শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর-নামখানা ডাউন লোকাল।
রবিবার সকাল ৭টা ১৫ মিনিটের বারুইপুর- লক্ষ্মীকান্তপুর ডাউন লোকাল।
রবিবার সকাল ৮টা ২০ মিনিটের লক্ষ্মীকান্তপুর- বারুইপুর আপ লোকাল।
রবিবার সকাল ৯টা ২২ মিনিটের বারুইপুর-ডায়মন্ডহারবার ডাউন লোকাল।

এদিকে, হাওড়া শাখাতে সিগন্যালিং, রেল ট্র্যাকের ও ওভারহেডের তারের কাজের জন্য রবিবার বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল থাকবে। শুধু তাই নয়, বেশ কিছু ট্রেনের যাত্রাপথ নিয়ন্ত্রিত করা হয়েছে। হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া ও খানা-গুমানি শাখার কয়েকটি ট্রেন বাতিল থাকবে।

    

Read more!
Advertisement
Advertisement