Advertisement

Kolkata Municipal Corporation: বার্থ সার্টিফিকেটের জন্য হুড়োহুড়ি কলকাতা পুরসভায়, আবেদনের 'পাহাড়'

আজ, মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় পরিমার্জন বা SIR (Special Intensive Revision) শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কলকাতা পুরসভায় জন্ম শংসাপত্র সংক্রান্ত আবেদন বৃদ্ধি পেয়েছে। বাড়ি বাড়ি Enumeration Form পৌঁছে দিতে শুরু করেছেন বিএলওরা। আগামী এক মাসের মধ্যে প্রতিটি ভোটারকে সংশ্লিষ্ট ফর্ম জমা দিতে হবে, যার সঙ্গে প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে হবে।

কলকাতা পুরসভা।-ফাইল ছবিকলকাতা পুরসভা।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 04 Nov 2025,
  • अपडेटेड 2:28 PM IST
  • আজ, মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় পরিমার্জন বা SIR (Special Intensive Revision) শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কলকাতা পুরসভায় জন্ম শংসাপত্র সংক্রান্ত আবেদন বৃদ্ধি পেয়েছে।
  • বাড়ি বাড়ি Enumeration Form পৌঁছে দিতে শুরু করেছেন বিএলওরা।

আজ, মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় পরিমার্জন বা SIR (Special Intensive Revision) শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কলকাতা পুরসভায় জন্ম শংসাপত্র সংক্রান্ত আবেদন বৃদ্ধি পেয়েছে। বাড়ি বাড়ি Enumeration Form পৌঁছে দিতে শুরু করেছেন বিএলওরা। আগামী এক মাসের মধ্যে প্রতিটি ভোটারকে সংশ্লিষ্ট ফর্ম জমা দিতে হবে, যার সঙ্গে প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে হবে। এই নথির মধ্যে শীর্ষে রয়েছে জন্ম শংসাপত্র, যা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন।

কলকাতা পুরসভা সূত্রে জানা গেছে, SIR ঘোষণার আগে দৈনিক জন্ম শংসাপত্রের আবেদন ছিল প্রায় ৩০০টি। তবে ভোটার তালিকার নিবিড় পরিমার্জন শুরু হতেই প্রতিদিন ৫৫০-এরও বেশি আবেদন জমা পড়ছে। এই আবেদনগুলির মধ্যে শুধুমাত্র জন্ম শংসাপত্র নেওয়া নয়, নামের বানান সংশোধন, জন্ম তারিখ ঠিক করা এবং অন্যান্য সংশোধনমূলক কাজও রয়েছে।
শুধু দুসপ্তাহে জন্ম শংসাপত্র সংক্রান্ত আবেদন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই চাপ সামলাতে পুরকর্মীরা নাজেহাল।

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, 'আগে এত আবেদন জমা পড়ত না। সবটাই অনলাইনে হত। হঠাৎ প্রচন্ড লাইন পড়ছে। মানুষের মধ্যে জন্ম শংসাপত্র নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। এটি বিজেপির কাজ। তবে চিন্তার কারণ নেই। মুখ্যমন্ত্রী আপনার পাশে রয়েছেন, কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না।'

এদিকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, 'যদি জন্ম শংসাপত্র না থাকে, বিএলও-এর হ্যান্ডবুকে সব লেখা রয়েছে। এখন তুলতে গেলেও সমস্যা হবে না।'
 

 

Read more!
Advertisement
Advertisement