
লখনউয়ের গ্যাংস্টারকে সোহরাবকে কলকাতা থেকে গ্রেফতার করল গ্রেফতার করল দিল্লি পুলিশ। এতদিন সে তিহাড় জেলে বন্দি ছিল। গত জুন মাসে স্ত্রীর অসুস্থতার কারণে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল তাকে। কিন্তু সেই থেকেই পলাতক ছিল এই কুখ্যাত গ্যাংস্টার। দিল্লি পুলিশ টিম সেই থেকেই তার খোঁজ চালাচ্ছিল। জানা দিয়েছে, সোহরব কলকাতায় ট্যাক্সি চালক হিসেবে কাজ করছিল।
২০ বছর আগে, ২০০৫ সালে এই কুখ্যাত গ্যাংস্টার সোহরব, সেলিম ও রুস্তম সঙ্গে ত্রিপল মার্ডার কাণ্ডে ঘটিয়েছিল। এই সেলিমও তিহাড় জেলেই বন্দি। তবে সোহরবকে গত ২৬ জুন স্ত্রীর অসুস্থতার কারণে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। কিন্তু তারপর থেকে আর জেলে ফেরেনি সে। দিল্লি পুলিশ তার সন্ধান চালাচ্ছিল। ৫ মাস ধরে চলছিল এই তল্লাশি অভিযান।
জানা গিয়েছে,সোহরব নিজের এক নিকট আত্মীয়ের সাহায্যে কলকাতার তোপসিয়া এলাকায় ট্যাক্সি চালক হিসেবে কাজ করছিল। রিপন স্ট্রিট থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। ৩৮ বছরের এই গ্যাংস্টার লখনউ, কানপুর এবং দিল্লিতে অপহরণ, হত্যা, তোলাবাজি এবং ডাকাতির মতো অপরাধে অভিযুক্ত। তার বিরুদ্ধে সর্বসাকুল্যা প্রায় ২০টি মামলা রয়েছে।
২০১১ সালে ৩ ভাই মিলে দিল্লির করোল বাগ এলাকায় এক সোনার দোকানে দিনেদুপুরে হত্যা এবং ডাকাতি করেছিল। দিল্লির আদালত তাদের ৩ জনকেই আজীবন কারাবাসের সাজা শুনিয়েছিল। সেই থেকেই তারা তিহাড় জেলে বন্দি। বাকি ২ ভাই বন্দি থাকলেও স্ত্রীর অসুস্থতার অজুহাতে প্যারলে বেরিয়ে পালাতে সক্ষম হয় সোহরব। কিন্তু শেষরক্ষা হল না। কলকাতায় ছদ্মবেশে ট্যাক্সি চালালেও শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ে গেল এই গ্যাংস্টার।