Advertisement

Maa Flyover: সোমবার থেকে ৩০ দিন সাত ঘণ্টা করে বন্ধ মা উড়ালপুল, কোন পথে গাড়ি চলবে?

কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, ২৮ এপ্রিল, অর্থাৎ আগামী সোমবার থেকে ২৭ মে পর্যন্ত প্রতিদিন রাত ১১ টা থেকে সকাল ৬টা পর্যন্ত মা উড়ালপুলে যে কোনও ধরনের যান চলাচল নিষিদ্ধ।

'মা' উড়ালপুল, AJC বোস রোডে যানজট তৈরি করলেই জরিমানা, সিদ্ধান্ত পুলিশের'মা' উড়ালপুল, AJC বোস রোডে যানজট তৈরি করলেই জরিমানা, সিদ্ধান্ত পুলিশের
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 25 Apr 2025,
  • अपडेटेड 10:12 PM IST
  • প্রতিদিন রাত ১১ টা থেকে সকাল ৬টা পর্যন্ত বন্ধ যান চলাচল।
  • ২৮ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর।

সোমবার থেকে একমাসের জন্য রোজ রাতে ৭ ঘণ্টা করে যান চলাচল বন্ধ থাকবে মা উড়ালপুলে। রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই সিদ্ধান্ত। তাহলে বিকল্প কোন পথে যান চলবে?

কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, ২৮ এপ্রিল, অর্থাৎ আগামী সোমবার থেকে ২৭ মে পর্যন্ত প্রতিদিন রাত ১১ টা থেকে সকাল ৬টা পর্যন্ত মা উড়ালপুলে যে কোনও ধরনের যান চলাচল নিষিদ্ধ। ওই সময়ে মা উড়ালপুলের রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেজন্য এই সিদ্ধান্ত। এই মর্মে জারি করা হয়েছে বিজ্ঞপ্তিও। 

মা উড়ালপুল বন্ধ থাকায় ইএম বাইপাস থেকে কলকাতার উপকণ্ঠে কীভাবে আসা যাবে? বলা হয়েছে,  ইএম বাইপাস, পরমা আইল্যান্ড, পিসি কানেক্টর, ৪ নম্বর ব্রিজ, নিউ পার্কস্ট্রিট, আমির আলি অ্যাভিনিউ হয়ে এজেসি ফ্লাইওভার ধরে যেতে হবে।  

দিনেরবেলায় যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে। সেক্ষেত্রে শহরবাসীর তেমন কোনও সমস্যা হবে না। কারণ ব্যস্ত সময়ে খোলাই থাকবে মা উড়ালপুল।     
 

Read more!
Advertisement
Advertisement