Advertisement

Mamata Banerjee on Maha Kumbh: 'মহাকুম্ভ তো এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে,' বিধানসভায় দাঁড়িয়ে তীব্র নিশানা মমতার

আজ অর্থাত্‍ মঙ্গলবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় যোগী সরকারকে সরাসরি আক্রমণ করে বললেন, মহাকুম্ভ আমি আর নাই বা বললাম। ওটা তো এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে। মৃত্যুকূপের মতো। আমি মহাকুম্ভকে সম্মান করি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেটে বিজেপিমমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেটে বিজেপি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Feb 2025,
  • अपडेटेड 4:12 PM IST
  • 'ওটা তো এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে'
  • ভিআইপি কালচারকে টার্গেট করলেন মুখ্যমন্ত্রী
  • মহাকুম্ভের অব্যবস্থা নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর

মহাকুম্ভকে 'মৃত্যুকুম্ভ' বলে বিজেপি ও উত্তরপ্রদেশের যোগী সরকারকে তীব্র নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় বিজেপি-কে নিশানা করার সময় মুখ্যমন্ত্রীর কটাক্ষ, 'প্ল্যানিং না করে এত হাইপ তুললেন? এত লোকের মৃত্যু!'

'ওটা তো এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে'

আজ অর্থাত্‍ মঙ্গলবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় যোগী সরকারকে সরাসরি আক্রমণ করে বললেন, 'মহাকুম্ভ আমি আর নাই বা বললাম। ওটা তো এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে। মৃত্যুকূপের মতো। আমি মহাকুম্ভকে সম্মান করি। শ্রদ্ধা জানাই পবিত্র গঙ্গা মাকে। কিন্তু প্ল্যানিং না করে এত হাইপ তুললেন? এত লোকের মৃত্যু! বললেন ৩০ জন। কথাটা সঠিক? কত ডেডবডি নদীতে ভাসিয়ে দিয়েছেন? কত হাজার হাজার ডেডবডি। ৮ বার আগুন লেগেছে।'

ভিআইপি কালচারকে টার্গেট করলেন মুখ্যমন্ত্রী

এরপরেই মহাকুম্ভে ভিআইপি কালচারকে টার্গেট করলেন মুখ্যমন্ত্রী। বললেন, ' বড়লোক আর ভিআইপি-দের জন্য লক্ষ টাকার ক্যাম্প। আর গরিব মানুষের জন্য ২০ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে রয়েছে। এককাপ লাল চা ৫০০ থেকে ২ হাজার টাকা। ভিআইপি-দের স্নানের জায়গা আলাদা। ওই জল আপনারা দূষিত করেছেন। মহাকুম্ভের পবিত্রতা নষ্ট করেছেন। সব জায়গায় হাইপ তুলে দিয়েছে, সেই একবার হয়েছিল, গণেশ দুধ খাচ্ছে! কুম্ভে স্নান করো, না হলে পবিত্র হবে না! মৃতদেহের উপর দিয়ে যারা এই হাইপ তুলছেন আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন, তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না।'

মহাকুম্ভের অব্যবস্থা নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর

বস্তুত, মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা থেকে শুরু করে আগুন লাগা কিংবা দিল্লি স্টেশনে পদপিষ্টে মৃত্যুর ঘটনা, প্রতিটি ঘটনাতেই কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মৌনী অমাবস্যায় মহাকুম্ভে যে দিন পদপিষ্টে একাধিক মৃত্যু হল (উত্তরপ্রদেশ সরকারের দাবি অনুযায়ী, ৩০ জনের মৃত্যু হয়েছে) সেদিনও মৃত্যুসংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। দাবি করেছিলেন, ৫০ জনের বেশি মানুষ মারা গিয়েছেন। সরকার মৃত্যুর সংখ্যা চেপে দিচ্ছে। এদিন ফের একেবারে বিধানসভায় দাঁড়িয়ে বেনজির আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী।

Advertisement

Read more!
Advertisement
Advertisement