Advertisement

মহাশিবরাত্রির দিন চলবে কম সংখ্যক মেট্রো, কোন লাইনে কী অবস্থা?

মেট্রো রেল কর্তৃপক্ষ ২৬২টি দৈনিক পরিষেবা দিয়ে থাকে। ওইদিন 26.02.2025 (বুধবার) ব্লু লাইনে তার বদলে চলবে কম ট্রেন৷

মহাশিবরাত্রির দিন চলবে কম সংখ্যক মেট্রো, কোন লাইনে কী অবস্থা?মহাশিবরাত্রির দিন চলবে কম সংখ্যক মেট্রো, কোন লাইনে কী অবস্থা?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Feb 2025,
  • अपडेटेड 8:40 PM IST

মহাশিবরাত্রির দিন ব্লু লাইনে মেট্রোর সংখ্যা কম থাকবে। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ খবর জানিয়ে দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। দৈনিক যে পরিষেবাগুলি পাওয়া যায়, সেগুলি মিললেও সাকুল্যে ট্রেন চলবে কম। তাই কখন কোন ট্রেন চলবে তা জানা জরুরি। জরুরি কাজে ওই দিন বাড়ি থেকে বের হওয়ার আগে জেনে নেওয়া জরুরি কখন থেকে মিলবে দিনের প্রথম পরিষেবা, আবার শেষ ট্রেনটি কখন মিলবে?

মেট্রো রেল কর্তৃপক্ষ ২৬২টি দৈনিক পরিষেবা দিয়ে থাকে। ওইদিন 26.02.2025 (বুধবার) ব্লু লাইনে তার বদলে চলবে ২৩৬টি (118 UP + 118 DN) ট্রেন৷

কখন কোন ট্রেন চলবে?

আরও পড়ুন

প্রথম পরিষেবা:-
06:50 টায়। নোয়াপাড়া থেকে কবি সুভাষ (কোন পরিবর্তন নেই)

06:50 টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (কোন পরিবর্তন নেই)

06:55 টায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)

06:55 টায় মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)

শেষ পরিষেবা:-
21:30 টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)

21:28 টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)

21:40 টায়। কবি সুভাষ থেকে দম দম পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)

ব্লু লাইনে বিশেষ রাতের মেট্রো পরিষেবাগুলি কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে রাত ১০টা ৪০ এর পরিষেবা পাওয়া যাবে। ওইদিন গ্রিন লাইন-১, গ্রীন লাইন-২, পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে সাধারণ সেবা পাওয়া যাবে।

 

Read more!
Advertisement
Advertisement