সোমবার রাজ্যে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তার দুদিনের সফরকে ঘিরে কলকাতার রাস্তায় সোম ও মঙ্গলবার যান নিয়ন্ত্রণ করা হয়েছিল। এদিকে বুধবার শহরে হাইভোল্টেজ একাধিক রাজনৈতিক কর্মসূচি। এর জেরে শহর যানজটে থমকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার যেমন কেন্দ্রের বঞ্চনার অভিযোগে রেড রোডে আম্বেদকরের মূর্তির নীচে ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় তেমনি অন্যদিকে শহিদ মিনারে অভিষেক বন্দোপাধ্যায়ের সভাও রয়েছে। অন্যদিকে একাধিক ইস্যুতে আলাদা আলাদা মিছিল করবে বিজেপি ও বামেনা। পাশাপাশি ডিএ আন্দোলনকারীদেরও প্রতিবাদের কর্মসূচি রয়েছে। সব মিলিয়ে শহরের বিভিন্ন প্রান্তে যানজটের সম্ভাবনা রয়েছে এদিন দুপুরের পর থেকেই । অনেক রাস্তাই বন্ধ থাকবে। ফলে অন্য পথ দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে।
ইতিমধ্যে কলকাতার বিভিন্ন অংশকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। কোন কোন পদ এদিন এড়িয়ে যাওয়াই ভাল চলুন দেখে নেওয়া যাক একনজরে।