Advertisement

Mamata On Jobs:'চাকরি করতে ইচ্ছুক? বায়োডেটা দিন অরূপ বিশ্বাসকে', বড় ঘোষণা মমতার

এ দিন বাংলায় খেলাধুলোর উন্নয়নে তাঁর সরকারের কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন মমতা। প্রতিবছর জঙ্গলমহল কাপ থেকে শুরু করে মহিলা অ্যাকাডেমি ও স্টেডিয়াম তৈরির মতো সরকারি উদ্যোগ মনে করিয়ে দেন। বাংলার ক্রীড়াবিদদের উৎসাহিত করতে গিয়ে শাহরুখের 'চক দে ইন্ডিয়া' ছবির উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 25 Jan 2024,
  • अपडेटेड 5:47 PM IST
  • বাংলার কৃতী ক্রীড়াবিদদের চাকরি দেওয়ার ঘোষণা মমতার।
  • অরূপের হাতে বায়োডেটা দেওয়ার বার্তা।

রাজ্যের কৃতী ক্রীড়াবিদদের চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যধান্য অডিটোরিয়ামে খেলোয়াড়দের সম্মানপ্রদান অনুষ্ঠানে তিনি জানান,'যাঁরা পুরস্কার পেলেন, তাঁদের মধ্য কেউ যদি মনে করে আমি একটা চাকরি করতে ইচ্ছুক, আমি তাঁদের বলব, বায়োডেটা অরূপ বিশ্বাসের হাতে দিয়ে দিন'।  

মমতা এ দিন বলেন,'আমি চাই, ছেলেমেয়েরা কেরিয়ার তৈরি করুন। যাঁরা স্বর্ণজয়ী, ব্রোঞ্জজয়ী, তাঁরা চাকরি চাইলে বিশেষ আইন করে আপনাদের দেব। আমি মুখ্যসচিবকে ইতিমধ্যেই কাগজপত্র তৈরি করতে বলেছি।' তিনি আরও বলেন,'আপনারা চাকরিতে ঢুকলে একটা সুবিধা আছে। আপনারা পুলিশে সবচেয়ে ভাল কাজ করতে পারেন। কারণ আপনারা খুব ফিট। ১৮ মাস ট্রেনিং লাগবে না। আপনাদের এক মাসে ট্রেনিংয়েই কাজে লাগানো যাবে।'

যোগ্যতা অনুযায়ী চাকরি মিলবে বলেও জানিয়ে দিয়েছেন মমতা। তাঁর কথায়,'শিক্ষাগত যোগ্যতা দেখে চাকরি দেওয়া হবে। কারও ভাল যোগ্যতা থাকলে ভাল চাকরি পাবেন। অরূপকে বলব, আজ যাঁরা পুরস্কার পেল, তাঁদের জন্য ক্রীড়া দফতরে একটা ডেস্ক রাখতে হবে। তাঁরা ওখানে গিয়ে জমা দেবেন।'

এ দিন বাংলায় খেলাধুলোর উন্নয়নে তাঁর সরকারের কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন মমতা। প্রতিবছর জঙ্গলমহল কাপ থেকে শুরু করে মহিলা অ্যাকাডেমি ও স্টেডিয়াম তৈরির মতো সরকারি উদ্যোগ মনে করিয়ে দেন। বাংলার ক্রীড়াবিদদের উৎসাহিত করতে গিয়ে শাহরুখের 'চক দে ইন্ডিয়া' ছবির উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বার্তা,'খেলা হবে। খেলতে গেলে জিততে হবে। চক দে ইন্ডিয়ার মতো আপনারাও জয় বাংলা বলে কাপটা ছিনিয়ে আনবেন'। 

উত্তরবঙ্গে মমতা

উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান,'২৮ তারিখে রওনা দেব হাসিমারায়। সেখান থেকে যাব কোচবিহারে। ২৯ তারিখে সরকারি প্রকল্প বিলির অনুষ্ঠান। সেখান থেকে ফিরে আসব উত্তরকন্যায়। পরের দিন চলে যাব রায়গঞ্জে। সেখানে সরকারি অনুষ্ঠান। সেখান থেকে চলে যাব বালুরঘাটে। পরের দিন আসব মালদহে। মালদহ থেকে মুর্শিদাবাদ যাব। সেখান থেকে যাব কৃষ্ণনগর। ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত টানা কর্মসূচি। ২ ফেব্রুয়ারিও হয়ে যেতে পারে। ২ তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। ৩০ তারিখ থেকে মাইক ব্যবহার করা যাবে না। আমরা বক্স লাগিয়ে ইন্ডোরে সভা করব। প্রকাশ্যে কোনও সভা করছি না। তা-ও পরীক্ষা শেষ হওয়ার পর ইন্ডোর সভা করব।'

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement