Advertisement

Mamata Banerjee: 'নতুন করে হকার বসালে গ্রেফতার,' হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, হকারদের নিয়ে একাধিক নির্দেশও

মুখ্যমন্ত্রী জানালেন, হকারদের নির্দিষ্ট জোন করে দিতে হবে এবং তাঁরা পরিচয়পত্র পাবেন। সরকার নির্দিষ্ট জায়গাতেই বসবেন হকাররা। তবে ফুটপাতের পুরোটা বা রাস্তা দখল করে কোনওভাবেই দোকান বসানো যাবে না। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জেলা শাসক ও পুলিশ কর্তাদের নিয়ে মুখ্যমন্ত্রী এদিন নবান্নে বৈঠক ডাকেন।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Jun 2024,
  • अपडेटेड 1:13 PM IST
  • বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানালেন, হকার উচ্ছেদ করা সরকারের লক্ষ্য নয়।
  • তবে নতুন করে হকার বসালে গ্রেফতার হতে হবে।

ঠিক এমনটাই অনুমান করা যাচ্ছিল। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানালেন, হকার উচ্ছেদ করা সরকারের লক্ষ্য নয়। তবে নতুন করে হকার বসালে গ্রেফতার হতে হবে। নেতা বা পুলিশ হকার বসালে তাঁদেরও গ্রেফতার করা হবে। এদিন এই হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। কলকাতা জুড়ে হকার উচ্ছেদের পর এবার বড় ঘোষণা করলেন তিনি। কলকাতা-সহ সমস্ত পুরসভা এলাকায় ফুটপাতে হকার বসার সুনির্দিষ্ট নিয়ম করে দিলেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি, মুখ্যমন্ত্রী জানালেন, হকারদের নির্দিষ্ট জোন করে দিতে হবে এবং তাঁরা পরিচয়পত্র পাবেন। সরকার নির্দিষ্ট জায়গাতেই বসবেন হকাররা। তবে ফুটপাতের পুরোটা বা রাস্তা দখল করে কোনওভাবেই দোকান বসানো যাবে না। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জেলা শাসক ও পুলিশ কর্তাদের নিয়ে মুখ্যমন্ত্রী এদিন নবান্নে বৈঠক ডাকেন।
বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, 'কারও চাকরি খেয়ে নেওয়ার অধিকার আমার নেই। হকারদের জীবিকা খেয়ে নেওয়ার অধিকারও আমার নেই। ওদেরও সংসার পরিবার রয়েছে।'

মুখ্যমন্ত্রী বলেন, 'গড়িয়াহাটে দেখলাম চারপাশটা খোলা রেখ স্টল করা হয়েছে। এটা দেখতে ভালো লাগে। কিন্তু বৃষ্টিতে ভিজে যায়। পিছনে একটা কালার স্কিম দেওয়া যেতে পারে। প্লাস্টিক দেবেন না। এমন কিছু দিতে হবে, যেটায় আগুন লাগবে না। হকার বাজারটা মনে রাখবেন দেখতে সুন্দর করতে হবে। কর্পোরেশনের গায়ে পর্যন্ত হকার বসে গেছে। লোকার কাউন্সিলরা দেখেও দেখেন না। একটা দিক পুরো ফাঁকা থাকবে।' 

মুখ্যমন্ত্রী বলেন, 'প্রত্যেকটা হকার জোনের পাশে একটা করে বিল্ডিং থাকবে। হাতিবাগানে রাস্তা নেই। এরজন্য কাউন্সিলররা দায়ী। ডালভাত খেয়ে হচ্ছে না। বাঁচার জন্য কতটা লাগে। বাঁচার জন্য যতটা লাগে ততটাই কাজে লাগান। লোভ সংবরণ করুন। লোকাল পুলিশ দায়ী। প্রথমে বসাচ্ছেন, তারপর বুলডোজার দিয়ে উচ্ছেদ করবেন, এটা আমি মানি না। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে, সে অ্যারেস্ট হবে।'

Advertisement

মুখ্যমন্ত্রী আরও বলেন, 'হকারদের রাস্তায় বসানোর জন্য দায়ী স্থানীয় নেতা ও পুলিশ। তাঁরা চাঁদা তুলছে। আমি পরিষ্কার বলে দিচ্ছি হকারদের থেকে কেউ চাঁদা নেবে না। পুলিশও নেবে না। স্থানীয় নেতাও নেবে না। আগে টাকা নিয়ে রাস্তায় হকার বসাবে, তার পর বুলডোজার দিয়ে তুলে দেবে। এটা আমার নীতি নয়। হকারদের জীবন ও জীবিকার জন্য রাজ্যে আইন রয়েছে। ১০৪৫টি ন্যাচারাল মার্কেট এবং ৪৭৮৭টি হেরিটেজ মার্কেট চিহ্নিত করা হয়েছে। রাজ্যের ১২৮টি আর্বান লোকাল বডি এলাকায় হকার ভেন্ডিং কমিটি তৈরির কথা বলা হয়েছে। এবার সেই কমিটিকে নজর রাখতে হবে।'


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement