সোমবার সাংসদদের নিয়ে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৪.৩০ সময় ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠক হবে। যোগ দেবেন রাজ্যসভা এবং লোকসভার সমস্ত তৃণমূল সাংসদরা। থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মূলত সংসদে কী কী বিষয় নিয়ে তাঁরা সরব হবেন, সেই নিয়েই রূপরেখা তৈরি করে দেবেন তৃণমূল সুপ্রিমো।
আগামী বছর বিধানসভা ভোট। তার আগে SIR ইস্যু ঘিরে তপ্ত রাজ্য-রাজনীতি। বিহারের পর বাংলায় ভোটার তালিকায় সংশোধনের কাজ কমিশন শুরু করছে বলে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শুরু হয়েছে। এই আবহে সোমবারের এই ভার্চুয়াল বৈঠক তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে রাজবনৈতিক মহল।
তবে কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, দলের আগামীর রূপরেখা ঠিক করতে ৫ অগাস্ট বৈঠকে বসবেন তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে দলের সমস্ত জেলা সভাপতি, শাখা সংগঠনের প্রধানদের থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দলের সব নির্বাচিত জনপ্রতিনিধি তথা সাংসদ, বিধায়ক, কর্পোরেশনের মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারপার্সন, পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সব জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতিদের উপস্থিত থাকতে বলা হয়েছে। বিকাল ৪টের সময় শুরু হবে সেই বৈঠক। প্রায় ৯ হাজার নেতা-নেত্রী হাজির থাকবেন এই বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে।
আবার আগামী ৭ অগাস্ট দিল্লিতে INDIA ব্লকের বৈঠক ও নৈশভোজে যোগ দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বিরোধী জোটের প্রবীণ নেতা তথা ন্যাশনাল কনফারেন্সের সুপ্রিমো ফারুক আবদুল্লা একটি সংবাদসংস্থাকে জানিয়েছেন, ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) এবং বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে এই বৈঠক আহ্বান করা হয়েছে। INDIA ব্লকের শরিক একাধিক নেতার বক্তব্য, এই বৈঠক ও নৈশভোজ রাহুল গান্ধীর বাসভবনে অনুষ্ঠিত হতে পারে। তৃণমূলের তরফে অভিষেক এই বৈঠক ও নৈশভোজে যোগ দিতে পারেন বলেও শোনা যাচ্ছে।