আগেই তৃণমূলের নেতানেত্রীরা দাবি করেছিলেন, আমেদাবাদে খেলার জন্যই বিশ্বকাপ ফাইনাল হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এবার খোদ দলের সুপ্রিমোই দাবি করলেন, ইডেনে বা ওয়াংখেড়েতে খেলা হলে টিম ইন্ডিয়া বিশ্বকাপ জিতত। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন, গেরুয়া জার্সি পরতে খেলতে বলা হয়েছিল দলকে। তবে ক্রিকেটাররাই আপত্তি করেন। তাও নীল জার্সিতে গেরুয়া রং লাগিয়ে দেওয়া হয়েছে।
মমতা এ দিন বলেন,'ইন্ডিয়ার ফাইনাল যদি কলকাতায় হত বা ওয়াংখেড়েতে তো হত, আমরা জিততাম।' আগেই প্র্যাকটিস জার্সির গেরুয়া রং নিয়ে আপত্তি তুলেছিলেন তৃণমূল নেত্রী। এ দিন তিনি অভিযোগ করলেন, নীল জার্সির বদল গেরুয়া জার্সিই পরাতে চেয়েছিল টিম ইন্ডিয়াকে। দলের ক্রিকেটাররা আপত্তি করায় তা হয়নি। মমতার কথায়,'আমাদের ছেলেমেয়েরা এত ভাল খেলাধুলোয়... সব গেরুয়া পরিয়ে দিয়েছে, বুঝুন। এমনকি খেলতে গিয়ে বলেছিল, নীল পরা যাবে না, প্লেয়ারদের আপত্তিতে সেটা হয়নি। নীলের মধ্যে একটু গেরুয়া লাগিয়ে দিয়েছে। পাপিষ্ঠরা যেখানে যাবে...মনে রাখবেন পাপ কখনও বাপকে ছাড়ে না।'
বিশ্বকাপ ফাইনালের দিন আমেদাবাদের স্টেডিয়ামে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই দিকে ইঙ্গিত করে মমতার মন্তব্য,'ইন্ডিয়ার ক্রিকেটাররা সব খেলায় জিতল। আর পাপিষ্ঠরা যেখানে গেল সেখানেই ভরাডুবি হল। বলে না, অতিচালাকের গলায় দড়ি। অতিচালাকি করতে গিয়েছে। সব ফেডারেশন রাজনৈতিক দলের লোকেরা নিয়ে নিয়েছে। আগে নিয়ম ছিল, ফেডারেশন নেবেন না। ফুটবলে গেরুয়া, ক্রিকেটেও গেরুয়া, কবাডিতেও গেরুয়া, মেট্রোতেও গেরুয়া, স্টেশনেও গেরুয়া.. যেন মনে হচ্ছে টাকাটা পার্টি থেকে এসেছে।'
মমতার সংযোজন,'বাবুদের নামে স্টেডিয়াম হবে। ট্যাচু হবে। একটা বাথরুম তৈরি করতে গেলেও বাবুদের ছবি দরকার। ভাবতে পারছেন? মেট্রো রেলের স্টেশন পুরো গেরুয়া করে দিয়েছে। আমাদের চিঠি দিচ্ছে, এত সাহস! আমাদের বলছে, স্বাস্থ্যকেন্দ্রগুলি সব গেরুয়া করে দিতে বলছে। নইলে টাকা দেবে না। আর তো তিন মাস। তার পর বিদায় হয়ে যাবে। তিন মাস মাত্র আয়ু। ভয়ে থরথর করে কাঁপছে।'
ভারত বিতর্কেও মোদী সরকারকে বিঁধেছেন নেত্রী। তিনি বলেন,'এত ভীতুর দল আমি দেখিনি। আমাদের জোটের নাম দিলাম ইন্ডিয়া। আমি দিলাম। কারণ দেশের নাম ইন্ডিয়া। পরের দিন থেকে ইন্ডিয়া বদলে ভারত। আরে ভারত তো আমরাও বলি। সংবিধানকে কি বদল করতে পারেন মোদীবাবু?'