ঘূর্ণিঝড়ের (Cyclone) খবর নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মৌসম ভবন (IMD) জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কোনও পূর্বাভাস এখনও নেই। তবে মমতা গোটা বিষয়টি একেবারেই কিন্তু উড়িয়ে দিলেন না।
আজ অর্থাত্ বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলনে ঘূর্ণিঝড় প্রসঙ্গে মমতা বলেন, 'আপনারা অনেকেই বলছেন, আমফানের মতো একটা সাইক্লোন হবে। এটা হতে পারে, ওটা হতে পারে, নানা কথা বলছেন। এখন যে কোনও সময় ঝড়-ঝড় টর্নেডো হয়।' আগামী সপ্তাহে উত্তরবঙ্গ সফরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে বলতে গিয়েই মমতা ঘূর্ণিঝড়ের প্রসঙ্গ তোলেন।
এখন যে কোনও সময় ঝড়-জল টর্নেডো হয়
মমতার কথায়, 'আমি আগামী সপ্তাহে উত্তরবঙ্গ সফরে যাব। উত্তরবঙ্গে মাঝে মাঝে আমাকে জেলাগুলিকে মিট করতে হয়, কথা বলতে হয়। এখন যে কোনও সময় ঝড়-জল টর্নেডো হয়। হেলিকপ্টার ব্যবহার করাও যাবে না। আপনারা অনেকেই বলছেন, আমফানের মতো সাইক্লোন হবে। এটা ওটা হতে পারে। সবটাই ঠিক নয়। আবার প্রাকৃতিক দুর্যোগ তো আমাদের হাতেও নেই। কাজেই সব জায়গাটাই নজর রাখতে হয়।'
আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত রয়েছে
বস্তুত, 'শক্তি' নামক একটি ঘূর্ণিঝড় নিয়ে একাধিক সংবাদমাধ্যমে খবর করা হয়েছে। যদিও মৌসম ভবনের তরফে এ বিষয়ে কিছু জানানো হয়নি। এমনকী শক্তি নামক ঘূর্ণিঝড় নিয়ে খবরকে ভুয়ো বলে দাবি করা হয়েছে। IMD জানিয়েছে, আন্দামান সাগরে কোনও শক্তি নামে কোনও ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না। তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত রয়েছে। কোনও ঘূর্ণিঝড় নেই।
আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, আন্দামান সাগরের উপর একটি উচ্চ-স্তরের ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, যা আগামী ১৬ থেকে ২২ মে-র মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (সাউথ-ওয়েস্ট মনসুন) আন্দামান সাগর ও বঙ্গোপসাগরের কিছু অংশে ১৩ মে-র মধ্যে অগ্রসর হয়েছে, যা স্বাভাবিক সময়ের চেয়ে নয় দিন আগে। এই আগাম আগমন কৃষি পরিকল্পনা ও জলসম্পদ ব্যবস্থাপনায় প্রভাব ফেলতে পারে।