Advertisement

Mamata Banerjee: মমতা কেন চকোলেট খাওয়া ছেড়েছেন? নিজেই জানালেন কারণ

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি আর চকোলেট খান না। কিন্তু কেন তিনি চকোলেট খাওয়া ছেড়ে দিয়েছেন? ডায়বেটিস নাকি অন্য কোনও কারণ? নিজেই সে কথা ব্যাখ্যা করেছেন মমতা।

চকোলেট কেন খান না মমতা? চকোলেট কেন খান না মমতা?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Sep 2025,
  • अपडेटेड 4:45 PM IST
  • কেন আর চকোলেট খান না মমতা
  • ডায়াবেটিস না অন্য কোনও কারণ?
  • নিজেই সে কথা ব্যাখ্যা করেছেন

এখন আর চকোলেট খান না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বয়সের কারণে কিংবা ডায়বেটিসের জন্য নয়। এর নেপথ্যে রয়েছে অন্য এক কাহিনি। বুধবার তৃতীয়ার দিন মুদিয়ালি ক্লাবের দুর্গাপুজো উদ্বোধন করতে এসে নিজেই সে গল্প বললেন তিনি। 

কেন চকোলেট খান না মমতা? 
এদিন মুদিয়ালি ক্লাবের উদ্যোক্তারা মমতা বন্দ্যপাধ্যায়ের হাতে নাড়ু এবং তাঁর পছন্দের মিষ্টি তুলে দেন। ফুলের তোড়া দিয়ে তাঁকে সংবর্ধনাও জানানো হয়। পাশাপাশি এ বছর মুদিয়ালি ক্লাবে যে শিশুকন্যাকে কুমারী পুজো করা হবে তাঁর হাত দিয়ে চকোলেট দেওয়ানো হয় মুখ্যমন্ত্রীকে। সে চকোলেট অবশ্য গ্রহণ করেননি তিনি। তবে এর কারণও ব্যাখ্যা করেছেন। পুজো ক্লাবের দুই শিশুকন্যার হাতে ফুলের তোড়া এবং মিষ্টির প্যাকেট দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'তুমি আমায় চকোলেট দিয়েছিলে তাই আমিও তোমায় মিষ্টি দিলাম। কিন্তু সে চকোলেট আমি খাইনি।' এরপরই সকলকে ব্যাখ্যা দিয়ে মমতা বলেন, 'আসলে আমি সন্তোষী মাকে চকোলেট উৎসর্গ করেছিলাম। তাই আর চকোলেট খাই না। কোনও কিছু ভগবানকে উৎসর্গ করলে তা আর খাওয়া যায় না। সে কারণেই আমি খাই না চকোলেট।'

উপহার নেননি মুখ্যমন্ত্রী
প্রত্যেক বছরের মতো এ বছরও কলকাতার বিভিন্ন পুজোর উদ্বোধন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়ার আগের দিন থেকেই তিনি একাধিক পুজো মণ্ডপের উদ্বোধন করেন। টালা প্রত্যয়ের এ বছরের থিম ভাবনা খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর হাতে পুজো কমিটির উদ্যোক্তারা একটি শাল তুলে দেন। কিন্তু সেটিও তিনি গ্রহণ করেননি। জানিয়েছেন, তিনি মণ্ডপসজ্জা এবং শিল্পীদের কাজ দেখেই খুশি। দামি উপহার তাঁর চাই না। পাশাপাশি খিদিরপুর ২৫ পল্লীতেও উদ্বোধনের পর কমিটির উদ্যোক্তারা মুখ্যমন্ত্রীর হাতে তাঁর বাবা ও মায়ের ফ্রেম করা ছবি তুলে দেন। সেটিও নিতে চাননি মমতা। তাঁর অফিসে জায়গা নেই তাই ছবিগুলি অভিষেককে পাঠিয়ে দিতে বলেন মুখ্যমন্ত্রী। জানান, বাবা-মা কখনওই তিনি রাজনীতির মধ্যে জড়াননি। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement