Advertisement

Mamata Banerjee: "সাদা-নীল এখন দিল্লি-মুম্বই-বেঙ্গালুরুও", স্লগ ওভারে প্রচারে ঝড় মমতার

তিন দিনের গোয়া সফর সেরে বুধবারও শহরে ফিরেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে সামনেই পুরভোট। এই আবহে সময় নষ্ট করতে রাজি নন বাংলার মুখ্যমন্ত্রী। তাই বৃহস্পতিবার দক্ষিণ কলকাতায় ভোট প্রচারে বেরিয়ে পড়লেন তৃণমূল সুপ্রিমো। মমতা যখন দক্ষিণে ঝড় তুলছেন তখন উত্তর কলকাতায় দলীয় কর্মীদের নিয়ে পদযাত্রায় ব্যস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রচারে ঝড় মমতারপ্রচারে ঝড় মমতার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Dec 2021,
  • अपडेटेड 5:57 PM IST
  • তিন দিনের গোয়া সফর সেরে বুধবারও শহরে ফিরেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • এদিকে সামনেই পুরভোট
  • এই আবহে সময় নষ্ট করতে রাজি নন বাংলার মুখ্যমন্ত্রী


তিন দিনের গোয়া সফর সেরে বুধবারও শহরে ফিরেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে সামনেই পুরভোট। এই আবহে সময় নষ্ট করতে রাজি নন বাংলার মুখ্যমন্ত্রী। তাই বৃহস্পতিবার দক্ষিণ কলকাতায় ভোট প্রচারে বেরিয়ে পড়লেন তৃণমূল সুপ্রিমো। মমতা যখন দক্ষিণে ঝড় তুলছেন তখন উত্তর কলকাতায় দলীয় কর্মীদের নিয়ে পদযাত্রায় ব্যস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

২০২৪-এর আগেই রাজ্যজুড়ে বাড়ি বাড়ি নলবাহিত জল
২০২৪-এ লোকসভা ভোট রয়েছে দেশে। তার আগে রাজ্যের ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার কথা আরও একবার স্মরণ কিরয়ে দিলেন মমতা। তৃণমূলনেত্রী বলেন, ২০২৪-এর মধ্যে রাজ্যজুড়ে বাড়ি বাড়ি নলবাহিত জল পৌঁছে দেবে তাঁর সরকার।

আগামী ২ বছরে যানজট মুক্ত কলকাতা
তিনি যখন কেন্দ্রে মন্ত্রী ছিলেন  মেট্রো রেলে ২ লক্ষ কোটি টাকার প্রজেক্ট করেছিলেন। কারণ জানতেন একদিন না একদিন এই প্রকল্প বাস্তবায়িত হবে। মুখ্যমন্ত্রী জানান  আগামী ২ বছরের মধ্যে কলকাতার সমস্ত মেট্রো প্রকল্প চালু হয়ে যাবে। পাশাপাশি আরও উড়ালপুল তৈরি হচ্ছে। মমতার কথায়, "নতুন উড়ালপুল তৈরি হবে, যানজটমুক্ত হয়ে যাবে কলকাতা'', ঘোষণা মমতার। 

আরও পড়ুন

সাদা-নীল রং
কলকাতা শহরকে সাদা-নীল রং দিয়ে সাজিয়েছেন মমতা। এই নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি তাঁকে। তবে মুখ্যমন্ত্রী জানান, এখন সেই রং দিয়েই সাজানো হচ্ছে দিল্লি-মুম্বই ও বেঙ্গালুরুর মত শহরকে। তাঁর প্রকল্পকেই অনুসরণ করে চলেছে কেন্দ্রীয় সরকার।

বাংলাকে বিশ্বসেরা করব
কলকাতার দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দিয়েছে ইউনেস্কো। এই নিয়ে উচ্ছাস প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি বলেছেন, ‘বাংলাকে বিশ্বসেরা করতে যতদূর যেতে হয় যাব।’ 

এখন লক্ষ্য শিল্পায়ন
বাংলাকে দেশের মধ্যে একনম্বর করতে তিনি বদ্ধপরিকর। মমতা বন্দ্যোপাধ্যয়া বলেন, ‘আগামীদিনে আমার কাজ শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধি করা।’

মা ক্যান্টিনে খেতে যাব
রাজ্যসরকার সস্তায় মানুষকে খাওয়ানোর প্রকল্প নিয়েছে। কলকাতা শহরে মা ক্যান্টেনর ১২৩টি শাখা খোলা হয়েছে। এবার সেই ক্যান্টিনেই নিজে খেতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Advertisement

ফের দুয়ারে সরকার
১-১০ জানুয়ারি ও ২০-৩০ জানুয়ারি পর্যন্ত ফের দুয়ারে সরকার। পাড়ায় পাড়ায় সমাধানও খুব দ্রুত হবে। ভোট প্রচারে নেমে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

 

Read more!
Advertisement
Advertisement