Advertisement

Mamata Banerjee: 'আমি টাকার কথা বলিনি, মিথ্যে কথা, কুৎসা', চিকিৎসকের মৃত্যুর ক্ষতিপূরণ প্রসঙ্গে বললেন মমতা 

'আমি টাকার কথা বলিনি, আমার নামে মিথ্যে ও কুৎসা রটানো হচ্ছে'। ডাক্তার মৃত্যুর ক্ষতিপূরণ প্রসঙ্গে নবান্ন থেকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 'আমি টাকার কথা বলিনি। মিথ্যে কথা, কুৎসা। আমি চিঠিটা আপনাদের পড়েও শোনাতে পারি। তিনি সুপ্রিম কোর্টের নিদান অনুযায়ী ক্ষতিপূরণের উল্লেখ করেন।'

Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Sep 2024,
  • अपडेटेड 2:04 PM IST
  • 'আমি টাকার কথা বলিনি, আমার নামে মিথ্যে ও কুৎসা রটানো হচ্ছে'।
  • ডাক্তার মৃত্যুর ক্ষতিপূরণ প্রসঙ্গে নবান্ন থেকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

'আমি টাকার কথা বলিনি, আমার নামে মিথ্যে ও কুৎসা রটানো হচ্ছে'। ডাক্তার মৃত্যুর ক্ষতিপূরণ প্রসঙ্গে নবান্ন থেকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 'আমি টাকার কথা বলিনি। মিথ্যে কথা, কুৎসা। আমি চিঠিটা আপনাদের পড়েও শোনাতে পারি। তিনি সুপ্রিম কোর্টের নিদান অনুযায়ী ক্ষতিপূরণের উল্লেখ করেন।'

এরপর তিনি, 'মৃত্যুর বিকল্প টাকা হয় না। মেয়ের স্মারক হিসেবে কোনও ভালো কাজ করতে চাইলে সরকার পাশে রয়েছেন। যারা কুৎসা করে বেরাচ্ছেন, তারা কী বিচার চায়, নাকি কেসটা গুলিয়ে দিতে চায়। আমরা কামদুনিতেও ক্যাপিটাল পানিশমেন্ট করেছিলাম। শান্তিপূর্ণ মার খেয়েছে পুলিশ। রক্ত দিয়েছে। পুলিশও কিন্তু আপনাদের সারাদিন পাহারা দেয়। যাকে পারছেন তাঁকে নিয়ে কুৎসা করছে। কলকাতার পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসেছেন, পদত্যাগ করতে। আমি করতে দিইনি। এটা পুজোর সময়। কিছুদিন ধৈর্য ধরলে কী মহাভারত অশুদ্ধ হয়।'

আজ নবান্ন থেকে মুখমন্ত্রী নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করা প্রসঙ্গে বললেন, 'অনেকে বলছেন আমি টাকার কথা বলেছি। আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখাক, কোথায় আমি টাকার কথা বলেছি। মিথ্যা কথা বলা হচ্ছে। এগুলি অপপ্রচার, চক্রান্ত। মুখ্যমন্ত্রী জানালেন, আন্দোলনরত ডাক্তারেরা যে দাবিগুলি স্বাস্থ্যভবনে পেশ করেছিলেন, সেগুলির মধ্যে সব ক’টি দাবি মেনে নেওয়া হয়। তাঁর কথায়, 'আমাদের কাছে অভিযোগ সরাসরি আসেনি। তাও আমরা দু’জনকে নিলম্বিত করেছি।' ময়নাতদন্তের সময় ভিডিয়োগ্রাফি করা হয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকেও ডাকা হয়েছিল। সেই কথাও মনে করিয়ে দেন মমতা।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement