মহালয়ার আগের দিন দুর্গাপুজো প্যান্ডেল উদ্বোধন নিয়ে শুভেন্দু অধিকারী তীব্র কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রীকে হিন্দু বিরোধী বলেও কটাক্ষ করেন তিনি। শনিবার হাতিবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে দাঁড়িয়ে সে ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী নিজেই। তাঁর কথায়, 'মহালয়ার আগে আমি কোনও পুজোর উদ্বোধন করি না। আজ আমি প্যান্ডেল উদ্বোধন করতে এসেছি। প্যান্ডেল ঘুরে দেখতে এসেছি। পুজোর উদ্বোধন আমি দেবীপক্ষ থেকেই করি।'
রাত পোহালেই মহালয়া। প্রতি বছরের মতো এ বছরও মহালয়ার আগের দিন থেকেই শহরের একাধিক বড় পুজো মণ্ডপের ফিতে কাটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার প্রথমে তিনি উদ্বোধন করেন হাতিবাগান সর্বজনীনের পুজো মণ্ডপ। তারপর সেখান থেকে পৌঁছন টালা প্রত্যয়ে। গোটা মণ্ডপ ঘুরে দেখেন তিনি। উল্লেখ্য, এই মণ্ডপের থিমের নামকরণ থেকে শুরু করে থিম সংও গেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'অরূপের পুজোর থিমটা আমি লিখি প্রতিবার আর ববির পুজোয় প্রতিমার চোখ আঁকি। কিন্তু এবার টালা প্রত্যয়ের পক্ষ থেকে জগন্নাথ মন্দির উদ্বোধনের সময়ে আমার কাছে অনুরোধ নিয়ে ওরা এসেছিল। ফেরাতে পারিনি। এই প্যান্ডেলের থিম সংয়ের কথা ও সুর আমি করেছি।'
এরপর মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছন সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল উদ্বোধনে। এ বছর শ্রীভূমিতে মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে নিউ জার্সির অক্ষরধাম মন্দিরের আদলে। এই মণ্ডপে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমাদের দুর্গোৎসবের মূল থিম হল, বৈচিত্রের মধ্যে একতা।'