Advertisement

Mamata Banerjee on Amit Shah: মুর্শিদাবাদে পরিকল্পিত হিংসা, দাবি মমতার, মোদীকে আর্জি, 'শাহকে কন্ট্রোল করুন'

অশান্তির আগুন এখনও জ্বলছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ, ধুলিয়ান। আর এই আবহেই এদিন নেতাজি ইনডোর স্টেডিয়ামে রাজ্যের ইমাম-মোয়াজ্জেমদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে সরকারের বক্তব্য তুলে ধরেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বহিরাগত ঢুকিয়ে অশান্তি ছড়ান হয়েছে। এজেন্সি দিয়ে লোক নিয়ে এসে হামলার চক্রান্ত করা হয়েছে।

'পরিকল্পনা করে দাঙ্গা করা হয়েছে, শাহকে কন্ট্রোল করুন', মোদীর কাছে আর্জি মমতার'পরিকল্পনা করে দাঙ্গা করা হয়েছে, শাহকে কন্ট্রোল করুন', মোদীর কাছে আর্জি মমতার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Apr 2025,
  • अपडेटेड 1:07 PM IST

অশান্তির আগুন এখনও জ্বলছে  মুর্শিদাবাদের সামসেরগঞ্জ, ধুলিয়ান। আর এই আবহেই এদিন নেতাজি ইনডোর স্টেডিয়ামে  রাজ্যের ইমাম-মোয়াজ্জেমদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে  সরকারের বক্তব্য তুলে ধরেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বহিরাগত ঢুকিয়ে অশান্তি ছড়ান হয়েছে। এজেন্সি দিয়ে লোক নিয়ে এসে হামলার চক্রান্ত করা হয়েছে। 

এদিন প্রথমে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ইদের পর একটি বৈঠক করার কথা আগেই হয়েছিল। ৭ এপ্রিল সময় দেওয়া হয়েছিল। পরে পিছিয়ে ১৬ তারিখ করা হয়। এই বৈঠক আমি ডাকিনি। ইমামরা আমাকে ডেকেছেন। আমরা এসেছি। এরপরেই মুর্শিদাবাদের অশান্তি প্রসঙ্গে মমতা বলেন, “কিছু প্ররোচনা দেওয়া হয়েছে। যেখানে গণ্ডগোল হয়েছে, সেটা মুর্শিদাবাদ আসন নয়, মালদার আসন। কংগ্রেসের জেতা আসন। জেতার সময় জিতবে। দাঙ্গা হলে রাস্তায় বেরবে না, এটা আশা করি না। জন প্রতিনিধিদের সঙ্গে থাকতে হবে।”

মুথ্যমন্ত্রী এদিন বলেন, কোনও এজেন্সির মাধ্যমে ওখান থেকে (বাংলাদেশ)  লোক নিয়ে এসে দাঙ্গা করা।  বিএসএফ বর্ডার সামলায়।  বিজেপির বাইরে থেকে লোক নিয়ে এল, উত্তর দিতে হব।  ভাগাভাগি করতে চাইছে কেন্দ্রের জুমলা সরকার। এরপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।  মুখ্যমন্ত্রী বলেন, হোম মিনিস্টার কালীদাসের মতো ডাল ভাঙার চেষ্টা করছে। আমিত শাহকে আক্রমণ করে মমতা বলেন, আপনি কোনও দিন প্রধানমন্ত্রী হবেন না, মোদী চলে যাওয়ার পর কী করবেন? সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি। এরপরেই মোদীর নাম নিয়ে মমতা বলেন,  দয়াকার লোকটাকে কন্ট্রোল করুন। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,পরিকল্পনা করে দাঙ্গা করা হয়েছে, এরজন্য পুরোপুরি কেন্দ্রীয় সরকার দায়ী, এজেন্সি দিয়ে লোক নিয়ে এসে হামলার চক্রান্ত করা হয়েছে।  মুর্শিদাবাদের হিংসার জন্য বিজেপিকে দায়ী করে মমতা বলেন  যে মুর্শিদাবাদের হিংসা  সম্পূর্ণরূপে পরিকল্পিত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ জানাচ্ছি যে তারা এত তাড়াহুড়ো করে ওয়াকফ আইন পাস করল কেন? তারা কি বাংলাদেশের পরিস্থিতি জানে না? কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে বাইরে থেকে লোক ডেকে বাংলায় দাঙ্গা তৈরি করেনি? বিএসএফ কেন হিংসা বন্ধ করেনি? মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি মোদীজিকে অনুরোধ করছি অমিত শাহকে নিয়ন্ত্রণ করার জন্য। অমিত শাহ আমাদের বিরুদ্ধে এজেন্সি ব্যবহার করছেন।

Advertisement


মমতা কেন্দ্রের সমালোচনা করে বলেন, যেহেতু বিএসএফ বাংলার সাথে ২২০০ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ সীমান্ত রক্ষার জন্য মোতায়েন, তাই বাংলাদেশ থেকে বাংলায় দুষ্কৃতীদের অনুপ্রবেশের জন্য বিএসএফ দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি বহিরাগতদের ডেকে এনে হিংসা ঘটিয়েছে। ওয়াকফের ব্যাপারে জনগণকে উত্তেজিত করা হয়েছিল। তিনি বলেন, মুর্শিদাবাদের হিংসা  একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। অনুপ্রবেশকারীদের কেন আসতে দেওয়া হল? আমি ইন্ডিয়া  জোটকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাচ্ছি। এর প্রভাব সকলের উপর পড়বে। আমরা শান্তি চাই।
 

Read more!
Advertisement
Advertisement