Advertisement

ED raids Prateek Jain: সরকারি লোগো নেই, একাধিক ফাইল রাখা WB 06 Y 5555 গাড়িটি কার? 

ডিজেল চালিত গাড়িটির বয়স দুবছর ১০ মাস। ২০২৩ সালের ২৭ নভেম্বর গাড়িটি রেজিস্ট্রেশন করা হয়েছে।

এই গাড়িতেই তোলা হয় ফাইল।-নিজস্ব ছবিএই গাড়িতেই তোলা হয় ফাইল।-নিজস্ব ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Jan 2026,
  • अपडेटेड 1:36 PM IST
  • ডব্লিউ বি জিরো সিক্স ফাইভ ফাইভ ফাইভ ফাইভ।
  • এই নম্বরপ্লেট লাগানো গাড়িতেই তোলা হয়েছে একাধিক ফাইল ও কাগজপত্র।

ডব্লিউ বি জিরো সিক্স ওয়াই ফাইভ ফাইভ ফাইভ ফাইভ। এই নম্বরপ্লেট লাগানো গাড়িতেই তোলা হয়েছে একাধিক ফাইল ও কাগজপত্র। বৃহস্পতিবার আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ির পর সংস্থার সল্টলেকের দফতরে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ির মতোই আইপ্যাকের অফিস থেকেও ফাইলের গোছা নিয়ে বেরিয়ে আসেন পুলিশকর্মীরা। তার পরে তা রাখা হয় মুখ্যমন্ত্রীর গাড়ির পিছনের আসনে। সেই গাড়িকে ঘিরে রেখেছে বিরাট পুলিশবাহিনী। ওই গাড়িটি কার, মুখ্যমন্ত্রীর কনভয়ের, নাকি ব্যক্তিগত, উঠছে প্রশ্ন। সেই প্রশ্নেরই উত্তর খুঁজল বাংলা ডট আজতক ডট ইন। 

এম পরিবহণে ওই গাড়ির নম্বরটি দিয়ে দেখা গেল, ডিজেল চালিত গাড়িটির বয়স দুবছর ১০ মাস। ২০২৩ সালের ২৭ নভেম্বর গাড়িটি রেজিস্ট্রেশন করা হয়েছে। সূত্রে জানা যাচ্ছে, গাড়িটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের। আপাতত গাড়িতে পাহারা দিচ্ছেন পুলিশ কর্মীরা। গাড়িটি সরকারি লোগো নেই। 

উল্লেখ্য, লাউডন স্ট্রিটের আইপ্যাক প্রধান প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশির মধ্যেই কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাকে সঙ্গে নিয়ে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী। সল্টলেকে তিনি যখন আইপ্যাক-এর দফতরে পৌঁছোন, তখন দেখা যায়, গোটা এলাকা ঘিরে রেখেছেন বিধাননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ কর্তারা।

ঘড়ির কাঁটায় যখন দুপুর ১২টা ৪৪ মিনিট, তখন আইপ্যাক-এর দফতরে পৌঁছোন মমতা। বেলা ১টা ২৩ পর্যন্ত তিনি সেখানেই রয়েছেন। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন সল্টলেক সেক্টর ফাইভে আইপ্যাক-এর দফতরে।
 

 

Read more!
Advertisement
Advertisement