Advertisement

Mamata Banerjee:'বালুর সুগার, মরে গেলে বিজেপি আর ইডির বিরুদ্ধে FIR', বললেন মমতা

কোনও প্রমাণ ছাড়াই তল্লাশি চালানো হচ্ছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়,'সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, কোনও পোক্ত প্রমাণ ছাড়া তদন্ত করা যাবে না। অথচ ওরা মুখের কথায় বালুর বাড়িতে তল্লাশি চালাচ্ছে। দেশের সব জায়গায় তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।'

জ্যোতিপ্রিয়র বাড়িতে ইডি তল্লাশি নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Oct 2023,
  • अपडेटेड 3:28 PM IST
  • জ্যোতিপ্রিয়র বাড়িতে ইডির তল্লাশি।
  • সরব হলেন মমতা।

রেশন বণ্টন দুর্নীতির তদন্তে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডির হানা নিয়ে বিজেপির বিরুদ্ধে 'নোংরা খেলা'র অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সকালে জ্যোতিপ্রিয় বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযান নিয়ে সাংবাদিক বৈঠকে মমতা বলেন,'জেলায় জেলায় আজ পুজো কার্নিভাল। আজ ভোরবেলা থেকে বালুর বাড়িতে হানা দিয়েছে ইডি। সব মন্ত্রীর বাড়িতে গিয়ে তল্লাশি করলে সরকারে বাকি কে থাকল! এটা নোংরা খেলা। ওরা জন্মগত মিথ্যুক। এই ভাবে মুখ বন্ধ করা যাবে না।'

কোনও প্রমাণ ছাড়াই তল্লাশি চালানো হচ্ছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়,'সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, কোনও পোক্ত প্রমাণ ছাড়া তদন্ত করা যাবে না। অথচ ওরা মুখের কথায় বালুর বাড়িতে তল্লাশি চালাচ্ছে। দেশের সব জায়গায় তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পুজোর আগের দিন রথীনের বাড়িতে রেইড করেছিল। ববির বউয়ের কাছে শুনছিলাম, তেল-ঘিয়ের কৌটো উল্টে দিচ্ছে। ২৬-৩০ বছর বিয়ে হলে নানা রকম ড্রেস থাকে। ছবি তুলছে ক'টা শাড়ি আছে, ক'টা কসমেটিক্স আছে? মানে যা ইচ্ছা তাই করে যাচ্ছে। আমার প্রশ্ন, একটাও কি বিজেপি নেতার বাড়িতে রেইড হয়েছে? একটাও বিজেপি মন্ত্রীর বাড়িতে তল্লাশি হয়েছে?

জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্যের অবস্থা খারাপ বলেও দাবি করেন মমতা। সেই সঙ্গে মনে করিয়ে দেন, সুলতান আহমেদ ও প্রসূন মুখোপাধ্যায়ের স্ত্রীর মৃত্যুর পিছনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যোগ রয়েছে। মমতার কথায়,'বালুর সুগার আছে। ওর স্বাস্থ্য খারাপ। ও মরে গেলে বিজেপি আর ইডির বিরুদ্ধে এফআইআর করবে। এমন অনেকে আছে, যাদের পরিবার প্রকাশ্যে কিছু বলেনি, তবে আমায় আলাদা করে বলেছে। আমাদের সাংসদ সুলতান আহমেদ মারা গিয়েছে। তিনি সুস্থ ছিলেন। সিবিআই চিঠি পেয়ে ওয়াশরুমে গিয়েছিলেন, সেখানেই মারা যান। প্রসূন মুখোপাধ্যায়ের স্ত্রীও এভাবেই মারা গিয়েছিলেন। ওরা বাইরে কিছু বলেনি, কারণ পরিবারের উপর যদি আবার হামলা হয় সেই ভয়ে।' 

Advertisement

বিরোধীদের বদনাম করতেই বিজেপি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে কাজে লাগাচ্ছে বলে অভিযোগ করেন মমতা। তাঁর কথায়,'বিরোধী দলের সব মন্ত্রীদের বাড়িতে এজেন্সি পাঠিয়ে দিচ্ছে। বিরোধীদের ভাবমূর্তি কালিমালিপ্ত করাই একমাত্র উদ্দেশ্য। কারও দলীয় প্রতীক কেড়ে নিয়েছে (পড়ুন শিবসেনা), আমাদের সর্বভারতীয় দলের তকমা ছিল ২০২৬ সাল পর্যন্ত। ওরা কেড়ে নিয়েছে। সর্বভারতীয় তকমা ফেরাতে আমরা লড়াই করব।'

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement