
কৃষ্ণনগরের এক বুথ লেভেল অফিসারের মৃত্যুর ঘটনা নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। SIR-এর বিরোধিতায় শনিবার মুখ্যমন্ত্রী ক্ষোভ উগরে দিলেন এক্স হ্যান্ডলে। রিঙ্কু তরফদার নামে ওই আত্মঘাতী BLO-র ছবি এবং সুইসাইড নোট পোস্ট করে মমতা লেখেন, 'আমি অত্যন্ত মর্মাহত। আরও এক BLO-র মৃত্যু হল।'
কৃষ্ণনগরের প্যারা টিচার রিঙ্কু তরফদার বুথ লেভেল অফিসার হিসেবে কাজ করছিলেন SIR প্রক্রিয়ায়। জানা গিয়ছে, তিনি এদিন সকালে আত্মহত্যা করেছেন। সুইসাইড নোটে নির্বাচন কমিশনকেই তাঁর মৃত্যুর জন্য দায়ী করেছেন রিঙ্কু। এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, 'কৃষ্ণনগরে আজ আত্মঘাতী হয়েছেন BLO রিঙ্কু তরফদার। নিজের বাড়িতে আত্মহত্যা করার আগে তিনি একটি সুইসাইড নোট লিখেছেন। সেখানে নিজের মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকেই দায়ী করেছেন।'
কমিশনের কাছে মমতার প্রশ্ন, 'আর কত জনের মৃত্যু হবে? SIR-এর জন্য আর কত জনকে মরতে হবে? এই প্রক্রিয়ার জন্য আর কতগুলি মরদেহ দেখতে হবে আমাদের? উদ্বেগজনক হয়ে উঠছে পরিস্থিতি।' BLO
উল্লেখ্য,আত্মহত্যার আগে ৫১ বছরের রিঙ্কু তরফদার লিখে গিয়েছেন, 'BLO-এর কাজের জন্য প্রশাসনিক চাপ আসতে পারে। সেটা নেওয়া সম্ভব নয়।' পাশাপাশি তাঁর মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকেই দায়ী করছেন তিনি। চাপড়া থানার অন্তর্গত বাঙালঝি এলাকায় ২০২ নম্বর বুথের BLO হিসাবে দায়িত্ব পালন করছিলেন রিঙ্কু। পরিবারের দাবি, রিঙ্কু নিজের সুইসাইড নোটে BLO-এর কাজের অত্যধিক চাপের কথা উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে (EC) দায়ী করেছেন বলে জানা গিয়েছে।