Advertisement

GST তে দাম কমলেও পুরনো MRP কেন? চার্ট বানিয়ে দেবে রাজ্য, ঘোষণা মমতার

সোমবার থেকে বদলে গিয়েছি GST রেট। GST-র কাঠামো বদলের ফলে নিত্যপ্রয়োজনীয় একাধিক জিনিসের দাম কমে গিয়েছে। অথচ তা সত্ত্বেও পুরনো MRP-তেই বিক্রি হচ্ছে জিনিস। এই সমস্যার সমাধানে কী পদক্ষেপ করবে রাজ্য?

মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 22 Sep 2025,
  • अपडेटेड 4:31 PM IST
  • GST বদল হলেও পুরনো দামেই জিনিস বিক্রি
  • সমস্যার সমাধানে বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের
  • নয়া দামে জিনিস পেতে গ্রাহকদের কীভাবে সাহায্য?

GST-তে কেন্দ্রীয় সরকারের কোনও কৃতিত্ব নেই বলে ফের একবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে প্রথমে খিদিরপুর ২৫ পল্লী পুজো মণ্ডপের উদ্বোধন করতে পৌঁছন তিনি। সেখানে পুজো উদ্বোধনের মাঝেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে GST রেট নিয়ে নিজের প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, তিনিই প্রথম স্বাস্থ্য বিমার উপর থেকে GST তুলে নেওয়ার আর্জি জানিয়ে চিঠি দিয়েছিলেন কেন্দ্রকে। ফলে বাংলার দীর্ঘদিনের দাবিকেই অবশেষে বাস্তবায়িত করেছে GST কাউন্সিল। এতে কেন্দ্রের কোনও কৃতিত্ব নেই, বরং সমস্ত ক্রেডিটই রাজ্যের। 

সোমবার থেকেই GST পরিকাঠামোর পরিবর্তন কার্যকর হয়েছে। ফলে এদিন থেকে নয়া দামে জিনিসপত্র বিক্রি হওয়া শুরু হয়েছে দেশ জুড়ে। কিন্তু তা সত্ত্বেও দেখা গিয়েছে, বহু দোকানদার এখনও পুরনো দামেই জিনিস বিক্রি করছে, এই নিয়ে নানা অভিযোগও আসছে। এ প্রসঙ্গ প্রশ্ন করা হলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'কেন্দ্র মনিটরিং করবে কীকরে, ওদের কোনও কোনও কৃতিত্বই নেই এতে। GST কমানোর সমস্ত ক্রেডিটই বাংলার। তাও আমরা একটা চার্ট তৈরি করে দেব GST-র জন্য যাতে সাধারণ মানুষের সমস্যা না হয়।' মুখ্যমন্ত্রী আরও বলেন, 'এই GST কাঠামোর পরিবর্তনের জন্য রাজ্যের ২০ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে। সেই ক্ষতিপূরণ কি কেন্দ্র দেবে? বড় বড় ভাষণ দিয়ে যাচ্ছে! রাজ্যের ১০০ দিনের কাজের টাকা বাকি, আবাসের টাকা দেয় না, সর্বশিক্ষা মিশনের টাকা দেয় না। এবার ২০ হাজার কোটি টাকার ক্ষতি হল এই GST সংস্কারের জন্য। তা সত্ত্বেও আমরা বিষয়টিকে স্বাগত জানাচ্ছি কারণ এতে সাধারণ মানুষের সুরাহা হয়েছে।'

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যবিমা এবং জীবনবিমা GST শূন্য করার দাবিতে একাধিকবার নির্মলা সীতারামনকে চিঠি লিখেছিলেন। এবার কেন্দ্র স্বাস্থ্য ও জীবনবিমা জিরো GST-র আওতায় নিয়ে আসায় সেটি তৃণমূল সরকারের কৃতিত্ব বলেই দাবি করছে রাজ্যের শাসকদল। 

সোমবার থেকেই কার্যকর হয়েছে নয়া GST রেট। নিত্যব্যবহার্য অধিকাংশ জিনিসের দামই অনেকটা কমে গিয়েছে।  ৩৭৫টি দ্রব্যের উপর GST ছাড় কার্যকর হয়েছে। হেঁশেলের গুরুত্বপূর্ণ জিনিস থেকে শুরু করে ওষুধ এবং ইলেকট্রনিক দ্রব্য এর জেরে অনেকটাই সস্তা হয়েছে। দাম কমেছে গাড়ি-বাইকেরও। তবে দিনভর অনেকেই অভিযোগ করেছেন,  একাধিক দোকানদার GST ছাড়ের জন্য দাম কমলেও বেশি দামেই জিনিস বিক্রি করছেন। বিক্রেতা যদি পুরনো MRP-তে জিনিস বেচেন তবে টোল ফ্রি নম্বরে ফোন করে অভিযোগ জানানোরও সুযোগ দিচ্ছে মোদী সরকার। যদি কোনও বিক্রেতা পুরনো MRP রেটে জিনিস বিক্রি করেন তে 1800114000 নম্বরে ফোন করে অভিযোগ দায়ের করতে পারবেন ক্রেতারা। এছাড়াও টোল ফ্রি নম্বর 1915-এ ফোন করেও অভিযোগ জানানো যাবে। 8800001915 নম্বরে SMS-এর মাধ্যমে কিংবা হোয়াটসঅ্যাপ করেও সমস্যার কথা তুলে ধরতে পারবেন গ্রাহকরা। সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে অভিযোগ জানানো যাবে। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement