কৃষকদের দিল্লি চলো অভিযান নিয়ে ধুন্ধুমার হরিয়ানার সীমানাবর্তী এলাকা। কাঁদানে গ্যাসও ব্যবহার করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে কেন্দ্রকে নিশানা করে মমতার শ্লেষাত্মক মন্তব্য, বিকাশিত ভারতের ঢক্কানিনাদ ফাঁস হয়ে গেল।
লোকসভা ভোটের আগে কৃষকদের ক্ষোভকে হাতিয়ার করে নরেন্দ্র মোদী সরকারকে কোণাঠাসা করেছেন মমতা। তিনি লিখেছেন,'নিজেদের মৌলিক অধিকারের জন্য লড়াই করা কৃষকদের উপর কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছে। এভাবে কি দেশ এগোবে? যেভাবে কৃষকদের উপর নির্যাতন করেছে বিজেপি, তার তীব্র নিন্দা জানাচ্ছি।' সেই সঙ্গে মমতার দাবি, 'কৃষক ও শ্রমিকদের সাহায্য করতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার। সবটাই আসলে প্রচার কৌশল। বিকাশিত ভারতের আসলে যে কী সেটা ফাঁস হয়ে গেল।'
ফসলের ন্যায্য সহায়ক মূল্যের নিরাপত্তা, কৃষিঋণ মকুব-সহ একাধিক দাবি নিয়ে দিল্লিযাত্রার ডাক দিয়েছে পঞ্জাব, হরিয়ানার কৃষকদের একাংশ। মঙ্গলবার সেই অভিযানকে আটকে দেয় পুলিশ। হরিয়ানার সীমান্তে আকাশপথে ড্রোন থেকে ছোড়া হয় কাঁদানে গ্যাসের সেল। ওই ঘটনার নিন্দা করে মমতা লিখেছেন, কৃষকদের উপর দমনপীড়ন না চালিয়ে বিজেপির উচিত মাত্রাছাড়া অহংবোধ কমানো। ক্ষমতালোভী সরকার ও অপশাসন দেশের ক্ষতি করছে। মনে রাখতে হবে কৃষকদের জন্যই আমরা বেঁচে আছি।' কৃষকদের উপর সরকারের বর্বরতার বিরুদ্ধে সকলকে একজোট হওয়ার ডাক দিয়েছেন মমতা।
হরিয়ানা-পঞ্জাব শম্ভু বর্ডারে কৃষকদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের সেল ছোড়া হয়েছে। পাশাপাশি পুলিশ বহু বিক্ষোভকারীকে আটকও করছে। টিয়ার গ্যাস মোকাবিলায় কৃষকরা মাস্ক পরেই চালাচ্ছেন ট্রাক্টর। কৃষকদের বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে পঞ্জাব কিষাণ মঞ্জদুর সংগ্রাম কমিটি। যে সংগঠনের সাধারণ সম্পাদক সারওয়ান সিং পান্ধে বলেন, 'শম্ভু সীমান্তে ১০ হাজার কৃষক জড়ো হয়েছেন। কৃষকরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছে। কিন্তু ড্রোন থেকে আমাদের লক্ষ্য করে কাঁদানের গ্যাসের সেল নিক্ষেপ করা হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।'