চন্দ্রযান থ্রি-র চাঁদে অবতরণের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, রাকেশ রোশন চাঁদে গিয়েছিলেন। রাকেশ শর্মাকে রাকেশ রোশন বলায় সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে হইচই শুরু হয়। তার রেশ কাটতে না কাটতেই এবার তিনি বললেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী চাঁদে গিয়েছিলেন।
সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বক্তব্য দিতে গিয়ে ভারতের চন্দ্র অভিযানের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই তিনি বলেন, 'ইন্দিরা গান্ধী যখন চাঁদে পৌঁছেছিলেন, তখন তিনি রাকেশকে জিজ্ঞাসা করেছিলেন যে সেখান থেকে ভারতকে দেখতে কেমন দেখাচ্ছে? তিনি উত্তর দিয়েছিলেন 'সাঁরে জাহান সে আচ্ছা।'
এর আগেও ভারতের মহাকাশ কাহিনী নিয়ে স্মৃতিচারণার সময় মুখ ফসকে রাকেশ শর্মার পরিবর্তে বলিউডের সিনেমা পরিচালক রাকেশ রোশনের নাম বলে ফেলেন মমতা। ১৯৮৪ সালে প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দিয়েছিলেন রাকেশ শর্মা। পূর্বতন সোভিয়েত ইউনিয়নের মহাকাশযানে চেপে মহাকাশে গিয়েছিলেন।
এদিকে সোমবার ইসরোর বিজ্ঞানীদের ফের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চন্দ্রযান-৩-এর সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছে মমতা বলেন, 'ইসরো যা করেছে, তাদের অভিনন্দন জানাই। ওখানে বাংলার ২৮ জন আছেন। বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদ তাঁরা। আমি তাঁদের ব্যক্তিগত ভাবে চিঠি দিয়েছি। ওঁদের সময় হলে এখানে রাজপথে ওঁদের সংবর্ধনা দিতে চাই।'
সম্প্রতি দত্তপুকুরে ঘটে যাওয়া বিস্ফোরণ নিয়েও মুখ খোলেন মমতা। বিজেপি-কে আক্রমণ করেন তিনি। বলেন, 'বিজেপি শাসিত রাজ্যগুলিতে তো মানুষ মরছেন। রেল দুর্ঘটনায় ৩০০ জন মারা গেলেন। মিজোরাম, মণিপুর, উত্তরপ্রদেশ, গুজরাতে মানুষ মারা যাচ্ছেন। সেখানে তো কোনও দল পাঠানো হচ্ছে না।’