Advertisement

Mamata Banerjee : 'আমি জেনেশুনে কারও চাকরি খাইনি...', নেতাজি ইন্ডোর থেকে মমতার ১০ বার্তা

সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন। যাঁরা চাকরি হারিয়েছেন তাঁদের নিয়ে নেতাজি ইন্ডোরে মিটিং করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। মমতার আশ্বাস তিনি, যোগ্যদের চাকরি চাকরি নিতে যেতে দেবেন না।

Mamata BanerjeeMamata Banerjee
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 07 Apr 2025,
  • अपडेटेड 3:12 PM IST
  • সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন
  • তাঁদের নিয়ে নেতাজি ইন্ডোরে মিটিং করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়
  • মিটিংয়ে তিনি কী কী বললেন ?

সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন। তাঁদের নিয়ে নেতাজি ইন্ডোরে মিটিং করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। মমতার আশ্বাস তিনি, যোগ্যদের চাকরি চাকরি নিতে যেতে দেবেন না। সুপ্রিম কোর্ট যদি চাকরি ফেরত নাও দেয় তাহলে তিনি বিকল্প ব্যবস্থা করবেন। নেতাজি ইন্ডোরের সভা থেকে শিক্ষকদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় কী কী বলেছেন, দেখে নিন ১০ পয়েন্টে। 

১) 'আপনাদের শোকে আমাদের হৃদয় পাথর' 

'আপনাদের শোকে আমাদের হৃদয় পাথর হয়ে গেছে। একথা বলার জন্য আমাকে জেলে ভরে দেওয়া যেতে পারে। আমি মনে করি মানুষ যখন বিপদে পড়ে সে কী রঙের দেখার দরকার নেই। তাদের অহঙ্কার, মর্যাদা, অস্তিত্বকে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব অস্বীকার করতে পারি না।'

২) 'সুপ্রিম কোর্ট বলতে পারেনি কারা যোগ্য কারা অযোগ্য'

'সুপ্রিম কোর্ট জানাতে পারেনি কারা যোগ্য কারা অযোগ্য। আইনে বলা আছে, একজন নির্দোষকেও শাস্তি দেওয়া যাবে। ২০২২ থেকে নোংরা  খেলা শুরু করেছিল। যাদের চাকরি কেড়েছে তাদের ধিক্কার জানাই। রাজ্য সরকার সর্বোতভাবে চেষ্টা করে। প্রথমে অভিজিৎবাবুর সিঙ্গল বেঞ্চ একাদশ-দ্বাদশ বাতিল করে দেয়। সিবিআইকে বলেছিলাম, যোগ্যদের বাছুন। এসএসসি সাহায্য করবে।' 

৩) সিপিএম-বিজেপি-কে আক্রমণ

মঞ্চ থেকে সিপিএম-বিজেপিকেও আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'বিজেপি বলছে, ২৬-এর ভোটে জিতলে চাকরি করে দেব। কদিন ধরে আমাকে প্রচণ্ডভাবে হেনস্থা করা হচ্ছে। আমি জেনেশুনে কারও চাকরি খাইনি। ৩০ বছর সিপিএম অন্যায় করে গেছে।  সিপিএম-কে উত্তর দিতে হবে। কেন তারা লিস্ট ক্যানসেল করল। আমার সরকার চাকরি দিয়েছিল। সিপিএম-বিজেপি চক্রান্ত করে সব করেছে।'

৪) 'জেনেশুনে চাকরি খাইনি'

'আমি কারও চাকরি খাইনি। ভুল হয়েছিল একটা দুটো। কিন্তু সেই ভুল শোধরাবার জন্য প্রশাসনকে সুযোগ দেওয়া হয়নি। ভুল শোধরানোর সুযোগ দিতে হবে। গণতান্ত্রিক অধিকার সবার আছে। ধৈর্য ধরে থাকতে হবে। একজন বিচারপতি রায়ে স্থগিতাদেশ দিলেন। অন্যজন বিচারপতি রায় দিলেন।  আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কাউকে চাকরি খেতে দেব না। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার চেষ্টা হচ্ছে।' 

Advertisement

৫) 'সুপ্রিম কোর্ট বলেনি কে যোগ্য আর কে অযোগ্য'

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'সুপ্রিম কোর্ট বলেনি কে যোগ্য আর কে অযোগ্য। ফ্যাক্ট ফাইন্ডিংয়ের সুযোগ দেয়নি। আগে কোর্টের তরফে আমাদের জানতে হবে, যে স্কুলের বাচ্চাদের কী হবে। যে সব শিক্ষকরা এখনও স্কুলে যাচ্ছেন তাদের কী হবে।' 

৬) সুপ্রিম কোর্ট চাকরি ফিরিয়ে না দিলে কী হবে, তাও জানালেন মুখ্যমন্ত্রী 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'যোগ্যদের চাকরি দেওয়ার জন্য আবেদন করা হবে সুপ্রিম কোর্টের কাছে। যদি সুপ্রিম কোর্ট না দেয় সেই অনুমতি তাহলে যোগ্যদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের। আইন অনুযায়ী আইন বের করব। আমাদের প্ল্যান রেডি।' 

৭)  শিক্ষকদের স্কুলে যেতে বললেন মুখ্যমন্ত্রী 

যে সব শিক্ষক চাকরি হারিয়েছেন তাঁদের স্কুলে যাওয়ার আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। তিনি সভা থেকে জানান, সুপ্রিম কোর্ট জানায়নি, চাকরিহারারা শিক্ষক যেতে পারবেন কি না। তাই শিক্ষকদের স্কুলে যাওয়া উচিত। 


৮) ব্যাপম কেলেঙ্কারি ও ত্রিপুরার শিক্ষকদের প্রসঙ্গ

মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারির প্রসঙ্গ তুললেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, সেই কেলেঙ্কারি বিজেপির আমলে হয়েছিল। ৮৯ জন খুন হয়েছিলেন। ক্ষমতায় আসার আগে বিজেপি ত্রিপুরাতেও প্রতিশ্রুতি দিয়েছিল। তবে শিক্ষকরা চাকরি ফিরে পাননি। 

৯) 'এটা আমার উপর আঘাত' 

মুখ্যমন্ত্রী বলেন, 'এটা আমার উপর আঘাত। এই আঘাতের উত্তর আমরা দেব।' শিক্ষকদের মমতা বলেন, 'কারও দ্বারা প্ররোচিত হবেন না। ন্যায়ের সঙ্গে থাকুন।' 

১০) 'অযোগ্যদেরও ডাকব'

অযোগ্যদেরও বৈঠকের জন্য ডাকা হবে সভা থেকে বলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগে যোগ্যদের লিস্টটা করতে হবে। তারপর অযোগ্যদের নিয়ে তিনি বসবেন। 
 

Read more!
Advertisement
Advertisement