শতবর্ষে পা দিল উত্তর কলকাতার বিখ্যাত পুজো কমিটি টালা প্রত্যয় দুর্গাপূজা। বিশেষ এই বছরে পুজোর থিম সং লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গানটির সুরও তাঁর, আর গেয়েছেন রাজ্যের মন্ত্রী ও বিশিষ্ট সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন।
বুধবার দক্ষিণ কলকাতার কোয়েস্ট মলে জমকালো অনুষ্ঠানে প্রকাশিত হয় এই থিম সং-এর মিউজিক ভিডিও। ভিডিওটির পরিচালনা করেছেন অনির্বাণ চক্রবর্তী। লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দ্রনীল সেন, অনির্বাণ চক্রবর্তী-সহ আরও অনেকে।
পুজো কমিটির পক্ষ থেকে ধ্রুবজ্যোতি বোস শুভ বলেন, 'মুখ্যমন্ত্রী আমাদের জন্য বিশেষ গান লিখেছেন, আর সেটি সুন্দরভাবে গেয়েছেন ইন্দ্রনীল সেন, এটা আমাদের কাছে গর্বের।' তিনি আরও জানান, জীবনের বীজ প্রকৃতি ও মাতৃদেবীর প্রতীক, যা প্রতিফলিত হবে প্যান্ডেলের নকশা, প্রতিমা এবং উঠোনের সাজসজ্জায়।
টালা প্রত্যয় দুর্গাপূজা আগেও বহু পুরস্কার জিতেছে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য থিম সং লেখা নতুন কিছু নয়, প্রতি বছরই একাধিক বড় পূজা কমিটির জন্য তিনি গান লেখেন। এর আগে দক্ষিণ কলকাতার বড় পুজো সুরুচি সংঘের পুজোর থিম সং লিখেছিলেন মমতা।গত কয়েক বছর ধরেই সুরুচি সংঘের দুর্গাপুজোর থিম সং লিখছেন মুখ্যমন্ত্রী।
আগে সুরুচি সঙ্ঘের ‘মাগো তোমার এত রূপ দেখিনি তো আগে..’র মতো জনপ্রিয় গানের কথা লিখেছিলেন তিনি। ২০২৩ সালে স্পেন সফরের সময় সেই গান লিখেছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর লেখা ও সুর দেওয়া গান সুরুচির হয়ে বিভিন্ন বছরে গেয়েছেন শ্রেয়া ঘোষাল, কুমার শানু, শান, জিৎ গঙ্গোপাধ্যায়, পলক মুচ্ছলের মতো বলিউডের শিল্পীরা। এবার ফের প্রকাশিত হল তাঁর লেখা গান।