Advertisement

Mamata Banerjee: 'আদর করে দিয়েছি, ভাল হয়ে যাবে', রেড রোডে অসুস্থ ৩৯ পড়ুয়াকে দেখতে SSKM-এ মমতা

রেড রোডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশ নেওয়া বেশ কিছু পড়ুয়া শুক্রবার আচমকাই অসুস্থ হয়ে পড়ে। তাদের ভর্তি করা হয় SSKM হাসপাতালে। সেখানে তাদের দেখতে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। অসুস্থ পড়ুয়াদের মাথায় হাত বুলিয়ে তাদের আদর করে মাথায় হাত বুলিয়ে দেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় SSKM হাসপাতালেমমতা বন্দ্যোপাধ্যায় SSKM হাসপাতালে
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 15 Aug 2025,
  • अपडेटेड 1:43 PM IST
  • রেড রোডের কুচকাওয়াজে অংশগ্রহণকারী একাধিক পড়ুয়া অসুস্থ
  • মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দেখতে পৌঁছন SSKM-এ
  • 'ওদের আদর করে দিয়েছি, ভাল হয়ে যাবে', বললেন মমতা

রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য স্কুল পড়ুয়া। তাদের মধ্যে অনেকেই আচমকা অসুস্থ হয়ে পড়ে। ৩৯ জনকে অসুস্থ অবস্থায় শুক্রবার রেড রোডের অনুষ্ঠান শেষে নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা করা হচ্ছে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সেরে ফেরার পথে অসুস্থ পড়ুয়াদের খবর পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রুত গাড়ি ঘুরিয়ে SSKM হাসপাতালে তাদের দেখতে পৌঁছে যান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের পরশ পান পড়ুয়ারা। 

কী হয়েছে পড়ুয়াদের?
হাসপাতালে সকলকে দেখে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'আসলে খুব গরম তো। বৃষ্টিটাও হচ্ছে আবার গরমও পড়েছে খুব। সকাল থেকে ক্ষুধার্ত ছিল ওরা। তার মধ্যে ডিহাইড্রেশন হয়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে।'

মমতার স্নেহের পরশ
মুখ্যমন্ত্রী বলেন, '৩৯ জনকে এখানে নিয়ে আসা হয়েছিল। তার মধ্যে একজন ফতেমা শেখ খুব অসুস্থবোধ করছিল। আমি ওর সঙ্গে ১০ মিনিট কথা বলে এসেছি। ওর মাথায় হাত বুলিয়ে দিয়েছি। চুলটা ভেজা ছিল। মোটা গার্ডরা দিয়ে বাঁধা ছিল এতক্ষণ। চুল খুলে দিয়ে এসেছি। ভাল হয়ে যাবে।' এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি পড়ুয়াকেই দেখতে পৌঁছন। তিনি বলেন, 'সাইকোলজিক্যাল একটা ব্যাপার হয়েছে। ওদের জলখাবার দেওয়া হয়েছিল। ডিহাইড্রেশনে একটা বন্ধুকে অসুস্থ হতে দেখে পরপর সবাই অসুস্থবোধ করতে শুরু করে দেয়। আমি ওদের আদর করে এসেছি। মিষ্টি খাইয়েছি। ছবি তুলেছি ওদের সঙ্গে। এখন স্টেবল আছে সকলেই।'
 

 

Read more!
Advertisement
Advertisement