সামনেই নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্ম বার্ষিকী। তা নিয়ে নানা পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। খোদ সেই কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অথচ আগামী প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে নেতাজি ট্যাবলো নাকি দেখা যাবে না দিল্লির রাজপথে। এবার স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে প্রজাতন্ত্র দিবসের থিম 'আজাদি কা অমৃত মহোৎসব'। সেই উপলক্ষে নেতাজি সুভাষচন্দ্র বসুর থিমে এবার ট্যাবলোটি সাজিয়েছিল পশ্চিমবঙ্গ। কিন্তু রাজ্য সরকারের সূত্র জানাচ্ছে, সেই ট্যাবলোটিকে বাতিল করা হয়েছে। এই নিয়েই সরগরম রাজ্য রাজনীতি। আর এর মাঝেই একেবারে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মোদীতে চিঠি মমতার
প্রধানমন্ত্রীকে চিঠিতে বাংলার মুখ্যমন্ত্রী প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাংলার ট্যাবলো বাদ দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন। কেন্দ্রের এই আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা। একই সঙ্গে তিনি লিখেছেন, নেতাজি ও আইএনএ নিয়ে প্রস্তাবিত ট্যাবলো বাতিলের সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক। কোনও কারণ না দেখিয়েই কেন্দ্র ট্যাবলো বাতিল করেছে। কেন্দ্রের এই সিদ্ধান্তে বাংলার আপামর জনগণ মর্মাহত বলেও চিঠিতে উল্লেখ করেছেন মমতা।
চিঠিতে মমতা লিখেছেন
চিঠিতে মমতা লিখেছেন, ভারতের স্বাধীনতায় বাংলার অবদান অনস্বীকার্য। বাংলার স্বাধীনতা সংগ্রামীরা দেশের জন্য সামনে থেকে লড়াই করেছেন। তাই তাঁদের ট্যাবলো বাদ দেওয়া হলে সেটা স্বাধীনতা সংগ্রামীদের কাছে অত্যন্ত অসম্মানজনক হবে। দেশের স্বাধীনতায় নেতাজি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মহাত্মা গান্ধী থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র, রমেশচন্দ্র দত্তের অবদানও চিঠিতে উল্লেখ করেছেন মমতা। কেন্দ্রের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
বাংলার ট্যাবলোর থিম ছিল ‘নেতাজি ও আজাদ হিন্দ বাহিনী’
বিভিন্ন কারণে গত কয়েক বছরে একাধিকবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাংলার ট্যাবলো দেখা যায়নি দিল্লির রাজপথে। এবারও খুব সম্ভবত লালকেল্লার সামনে দিয়ে যেতে দেখা যাবে না পশ্চিমবঙ্গের প্রস্তাবিত ট্যাবলোটিকে। নেতাজি সুভাষচন্দ্র বসুর থিমে এবার ট্যাবলোটি সাজিয়েছিল পশ্চিমবঙ্গ। সামনেই নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষেই এই আয়োজন। রাজ্য সরকারের তরফে দাবি করা হয়েছে,নিয়মমাফিক প্রতিরক্ষা মন্ত্রকের তৈরি একটি কমিটি ট্যাবলো বিষয়ে সিদ্ধান্ত নেয়। ট্যাবলো সংক্রান্ত কমিটি পাঁচটি বৈঠক হলেও, একটিতেও ডাক পায়নি পশ্চিমবঙ্গ। পাশাপাশি ট্যাবলো নিয়ে প্রতিরক্ষামন্ত্রকের কোনও চিঠি পায়নি নবান্ন। আর এই নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
নেতাজি ট্যাবলোর প্ল্যান
ট্যাবলোয় শোভা পেত নেতাজির জাতীয় পতাকা উত্তোলন, গান্ধীজি, রবীন্দ্রনাথ ঠাকুর, আজাদ হিন্দ বাহিনীতে তাঁর নানা মুহূর্তের ছবি। সূত্রের খবর, প্রতিরক্ষা মন্ত্রক মৌখিক ভাবে বাংলার ট্যাবলোর প্রস্তাব খারিজ করে দিয়েছে। যদিও সরকারি ভাবে কেন্দ্রের তরফে এখনও কোনও চিঠি পায়নি রাজ্য সরকার।
এদিকে কেন্দ্রীয় সরকারের একটি সূত্র মারফত জানা গিয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীকে মর্যাদা দিতে আগামী ২৩ জানুয়ারি থেকে প্রজাতন্ত্র দিবস উদ্যাপন শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে এ-ও জানা গিয়েছে যে, নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষে এখন থেকে প্রতি বছরই ২৪ জানুয়ারির পরিবর্তে ২৩ জানুয়ারি থেকে প্রজাতন্ত্র দিবস উদযাপন শুরু হবে। তা নজরে রেখেই বাংলার থিমের নাম দেওয়া হয়েছিল ‘নেতাজি ও আজাদহিন্দ বাহিনী’। ভারতের স্বাধীনতা সংগ্রামের বর্ণময় ব্যক্তিত্ব নেতাজির জীবন নিয়ে বাঙালি তো বটেই সারা বিশ্বেই কৌতূহল রয়েছে। এই আবহে নেতাজিকে নিয়ে ট্যাবলো বাতিল হলে তা নিয়ে যে রাজনৈতিক জলঘোলা হবেই তা বলাই বাহুল্য। এমনটা যদিও প্রথম নয়, ২০২০ সালেও প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলার ট্যাবলো বাদ পড়েছিল।