Advertisement

'জানি উত্তর দেবেন না', জ্ঞানেশকে ফের চিঠি দিয়ে যা লিখলেন মমতা

SIR নিয়ে রাজ্যজুড়ে চলছে জোর আলোচনা। বহু জায়গা থেকে SIR প্রক্রিয়ার জেরে BLO থেকে সাধারণ মানুষের মৃত্যুর অভিযোগ এসেছে। এরইমধ্যে তৃণমূলের দাবি, ইচ্ছাকৃত ভাবে অনেক মানুষের নাম বাতিল করা হচ্ছে। এবার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে গভীর উদ্বেগ প্রকাশ করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জ্ঞানেশকে ফের চিঠি দিয়ে যা লিখলেন মমতাজ্ঞানেশকে ফের চিঠি দিয়ে যা লিখলেন মমতা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Jan 2026,
  • अपडेटेड 9:41 PM IST
  • বহু জায়গা থেকে SIR প্রক্রিয়ার জেরে BLO থেকে সাধারণ মানুষের মৃত্যুর অভিযোগ এসেছে।
  • ইচ্ছাকৃত ভাবে অনেক মানুষের নাম বাতিল করা হচ্ছে।
  • গভীর উদ্বেগ প্রকাশ করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

SIR নিয়ে রাজ্যজুড়ে চলছে জোর আলোচনা। বহু জায়গা থেকে SIR প্রক্রিয়ার জেরে BLO থেকে সাধারণ মানুষের মৃত্যুর অভিযোগ এসেছে। এরইমধ্যে তৃণমূলের দাবি, ইচ্ছাকৃত ভাবে অনেক মানুষের নাম বাতিল করা হচ্ছে। এবার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে  গভীর উদ্বেগ প্রকাশ করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি অভিযোগ করেছেন, ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া ভোটারদের অন্তর্ভুক্তি করার বদলে ক্রমশ জোরজবরদস্তি ও আতঙ্ক সৃষ্টির হাতিয়ারে পরিণত হয়েছে।

মুখ্যমন্ত্রীর দাবি, এই ভাবে SIR প্রক্রিয়ার জেরে রাজ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। এর ফলেই এখনও পর্যন্ত ৭৭ জনের মৃত্যুর খবর মিলেছে। বহু মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও চিঠিতে উল্লেখ করেছেন মমতা। এই  বিপর্যয়কে তিনি 'গভীরভাবে উদ্বেগজনক' বলে আখ্যা দিয়েছেন।

চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় অমর্ত্য সেনের কথাও উল্লেখ করেন। তিনি লিখেছেন, পরিস্থিতি এতটাই ভয়াবহ যে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মতো বিশিষ্ট ব্যক্তিকেও নোটিস পাঠানো হয়েছে। তাঁর বক্তব্য, এতে স্পষ্ট হয়ে উঠছে যে সাধারণ মানুষের পাশাপাশি সমাজের সর্বস্তরেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

চিঠিতে মুখ্যমন্ত্রী বিশেষভাবে দরিদ্র, প্রবীণ নাগরিক ও পরিযায়ী শ্রমিকদের চরম অসহায় অবস্থার কথা তুলে ধরেন। তিনি বলেন, এই শ্রেণির মানুষেরা প্রশাসনিক জটিলতা ও নথিভিত্তিক চাপ সামলাতে অক্ষম। ফলে তাঁদের মধ্যে ভয় ও অনিশ্চয়তা আরও বাড়ছে।

হিয়ারিংয়ের নামে সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করার জন্য অনুরোধ করে তিনি লিখেছেন, 'যদিও আমি জানি আপনি উত্তর দেবেন না কিংবা ব্যাখ্যা দেবেন না। তবু আপনাকে জানানো আমার দায়িত্ব।'

চিঠিতে মুখ্যমন্ত্রী আরও লেখেন, এসআইআর প্রক্রিয়ায় এখনও পর্যন্ত ৭৭ জনের মৃত্যু হয়েছে। ৪ জন আত্মহত্যার চেষ্টা করেন। এবং ১৭ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নামের বানান সামান্য বদল হলে কিংবা বাবা-মায়ের সঙ্গে সন্তানের বয়সের পার্থক্য ১৮-১৯ হলেই হিয়ারিংয়ে ডেকে কেন হয়রানি করা হচ্ছে, সেই প্রশ্ন তোলেন মমতা। চিঠিতে মুখ্য নির্বাচন কমিশনারকে মমতা লেখেন, “যদিও দেরি হয়ে গিয়েছে। তবু আশা করি, মানুষের হয়রানি কমাতে উপযুক্ত পদক্ষেপ করবেন।”
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement