Advertisement

সকালে কলকাতায় হুলস্থুল কাণ্ড! স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা, কোথায় ঘটল?

জানা গিয়েছে, জখম মহিলার নাম অসীমা নস্কর। বেশ কিছুদিন ধরেই অসীমার সঙ্গে তাঁর স্বামীর বনিবনা হচ্ছিল না। নিত্য দাম্পত্য কলহ চলছিল।

সকালে কলকাতায় হুলস্থুল কাণ্ড! স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টাসকালে কলকাতায় হুলস্থুল কাণ্ড! স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Aug 2025,
  • अपडेटेड 12:14 PM IST
  • জখম মহিলাকে দ্রুত এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) নিয়ে যাওয়া হয়েছে
  • তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে

স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা। ঘটনাটি ঘটেছে  বাঁশদ্রোণীর ব্রহ্মপুর এলাকায়। নিজের বাড়ির সামনেই স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। মহিলার চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। জখম মহিলাকে দ্রুত এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। অভিযুক্ত যুবক পালিয়ে গিয়েছেন। জানা গিয়েছে, জখম মহিলার নাম অসীমা নস্কর। বেশ কিছুদিন ধরেই অসীমার সঙ্গে তাঁর স্বামীর বনিবনা হচ্ছিল না। নিত্য দাম্পত্য কলহ চলছিল। বিগত কয়েক দিনে তা মাত্রাছাড়া হয়ে যায়।

প্রতিবেশীদের অনুমান, কলহের জেরেই এই ঘটনা ঘটেছে। বুধবার সকালে বাড়ির সামনে রাস্তায় অসীমার ওপরে হামলা চালান তাঁর স্বামী। ধারাল অস্ত্রের কোপে চিৎকার করে ওঠেন মহিলা। চিৎকার শুনে প্রতিবেশীরা বেরিয়ে আসলে অসীমার স্বামী পালিয়ে যান। অসীমা কোনও রকমে প্রাণে বাঁচেন সেই সময়।

স্থানীয় বাসিন্দারা এরপর অসীমাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। তবে এই মুহূর্তে মহিলার শারীরিক অবস্থা যথেষ্ট সঙ্কটজনক। খবর পেয়ে এলাকায় পুলিশ গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বাঁশদ্রোণী থানার পুলিশ। খোঁজ চলছে অসীমার অভিযুক্ত স্বামীর।

আরও পড়ুন

 সম্প্রতি, আনন্দপুর থানা এলাকায় তিনটি পৃথক জায়গা থেকে তিনজনের দেহ উদ্ধার করা হয়। একটি হোটেল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় বার ডান্সারকে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বাইপাসের কাছে গাছ থেকে উদ্ধার হয় এক ব্যক্তির ঝুলন্ত দেহ। বছর পঞ্চাশের ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক অনুমান পুলিশের। অন্যদিকে, নোনাডাঙায় বাড়ি থেকে উদ্ধার হয় এক মহিলার দেহ। তিনিো আত্মঘাতী হন বলে প্রাথমিক অনুমান পুলিশের।

Read more!
Advertisement
Advertisement