Advertisement

Manhole Death in Kolkata: ম্যানহোল নিয়ে ৪ দিন আগেই সতর্ক করেছিল সুপ্রিম কোর্ট, ফিরহাদ বললেন, 'খতিয়ে দেখা হবে'

কলকাতা লেদার কমপ্লেক্স এলাকায় ম্যানহোল সাফাইয়ের সময় তিন সাফাইকর্মীর মৃত্যুর ঘটনায় মেয়র ফিরহাদ হাকিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবং মৃত্যুর কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, "আমরা ইঞ্জিনিয়ারদের পাঠিয়েছি তদন্ত করার জন্য।

ঘটনাস্থলে ফিরহাদ হাকিম।-ফাইল ছবিঘটনাস্থলে ফিরহাদ হাকিম।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Feb 2025,
  • अपडेटेड 4:13 PM IST
  • কলকাতা লেদার কমপ্লেক্স এলাকায় ম্যানহোল সাফাইয়ের সময় তিন সাফাইকর্মীর মৃত্যুর ঘটনায় মেয়র ফিরহাদ হাকিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
  • এবং মৃত্যুর কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, "আমরা ইঞ্জিনিয়ারদের পাঠিয়েছি তদন্ত করার জন্য।

কলকাতা লেদার কমপ্লেক্স এলাকায় ম্যানহোল সাফাইয়ের সময় তিন সাফাইকর্মীর মৃত্যুর ঘটনায় মেয়র ফিরহাদ হাকিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবং মৃত্যুর কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, "আমরা ইঞ্জিনিয়ারদের পাঠিয়েছি তদন্ত করার জন্য। তিনজনের মৃত্যু হয়েছে। দুঃখজনক ঘটনা। আমরা মৃতদের পরিবারের পাশে আছি। ম্যানহোলে কীভাবে মৃত্যু হল, তা খতিয়ে দেখা হবে।" 

রবিবার সকালে লেদার কমপ্লেক্সের সেক্টর ৬ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির অধীনে ট্যানারির বর্জ্য পরিষ্কার করার সময় এই দুর্ঘটনা ঘটে। প্রথমে একজন সাফাইকর্মী ম্যানহোলে নামেন, দীর্ঘ সময় পরেও তিনি না ওঠায় আরও দুইজন তার খোঁজে ম্যানহোলে নামেন। তিনজনই তলিয়ে যান এবং পরে ডুবুরি নামিয়ে তাদের দেহ উদ্ধার করা হয়। মৃতদের নাম ফরজেম শেখ, হাসি শেখ এবং সুমন সর্দার। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ম্যানহোলটি প্রায় ১০ ফুট গভীর এবং সেখানে বিভিন্ন রাসায়নিকের তীব্র দুর্গন্ধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসকষ্টজনিত সমস্যায় তাদের মৃত্যু হয়েছে। 

সুপ্রিম কোর্ট ২০১৩ সালে ম্যানহোল বা নিকাশি নালায় মানুষ নামিয়ে সাফাই নিষিদ্ধ করেছিল এবং বিশেষ পরিস্থিতিতে সুরক্ষা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিল। এই ঘটনায় সেই নির্দেশিকা মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। মেয়র ফিরহাদ হাকিম বলেন, "বললেও কর্মীরা অনেক সময় শোনেন না। এক্ষেত্রে কী হয়েছে, সেটা খতিয়ে দেখা হবে।" 

এছাড়া, কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে মৃত্যুর প্রসঙ্গ টেনে ফিরহাদ হাকিম বিজেপিকে আক্রমণ করে বলেন, "আমরা বিজেপির মতো নই, যে প্রকৃত মৃত্যুর ঘটনা চেপে গিয়ে গঙ্গায় দেহ ভাসিয়ে দেব। কুম্ভমেলায় যেমনটা হল!" 

 

Read more!
Advertisement
Advertisement