Advertisement

Kolkata Fire: কলকাতায় বড় আগুন, প্রিন্স আনোয়ার শাহ রোডে দাউ দাউ করে জ্বলছে গেস্ট হাউস

বৃষ্টি বিপর্যয়ের পর এবার শহরে আগুন।  প্রিন্স আনোয়ার শাহ রোডের কাছে একটি বহুতলে বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ আগুন লাগে।  দুপুর ১টা নাগাদ এই অগ্নিকাণ্ড ঘটে। ঘণ্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আসে।

Kolkata FireKolkata Fire
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Sep 2025,
  • अपडेटेड 2:06 PM IST

বৃষ্টি বিপর্যয়ের পর এবার শহরে আগুন। প্রিন্স আনোয়ার শাহ রোডের কাছে একটি বহুতলে বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ আগুন লাগে। দুপুর ১টা নাগাদ এই অগ্নিকাণ্ড ঘটে। ঘণ্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হয়  ৩টি দমকল ইঞ্জিন। 


স্থানীয় সূত্রে খবর, বেলা একটা নাগাদ আগুন লাগে ওই বহুতলে। আগুন কী থেকে, তা স্পষ্ট জানা যায়নি এখনও। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এসি মেশিন সারাইয়ের সময় আগুন লাগতে পারে বলে আশঙ্কা। তবে দমকল বাহিনী জানিয়েছে, ওই বহুতলের ভিতরে কেউ আটকে  নেই।  সকলকে নিরাপদে বার করে আনা সম্ভব হয়েছে।  প্রাণহানির ঘটনা ঘটেনি বলেও জানা গিয়েছে।


জানা গিয়েছে, ওই গেস্ট হাউজের উপরের ছাদে মূলত আগুন লাগে, দ্রুত তা ছড়িয়ে পড়ে অন্যত্র। এই অগ্নিকাণ্ডের ঘটনা যেখানে ঘটেছে, তার আশেপাশে বহু অফিস এবং কলেজ রয়েছে। শহরের অন্যতম ব্যস্ত এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়ে পড়ে দ্রুত। স্থানীয়দের দাবি বহুতলটিতে OYO গেস্ট হাউস রয়েছে। 


 অগ্নিকাণ্ডের ঘটনায় কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।  নবীনা সিনেমা হলের ঠিক পাশে এই আগুন লাগে। জানা যাচ্ছে, ওই বহুতলে রয়েছে হোটেল, ক্যাফে, অফিস। নীচে একটি ব্যাঙ্কের অফিসও রয়েছে। পাশাপাশি রয়েছে একাধিক বাড়ি। ফলে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Read more!
Advertisement
Advertisement