আবার কলকাতায় বিধ্বংসী আগুন। সেক্টর ফাইভে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। দাউদাউ করে জ্বলছে আগুন। গলগল করে বেরোচ্ছে কালো ধোঁয়া। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের কয়েকটি ইঞ্জিন। এই কারখানার আশপাশের বাড়ির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
জানা গিয়েছে, শুক্রবার দুপুরে আচমকাই আগুন লাগে ওই কারখানায়। দাউদাউ করে জ্বলতে থাকে আগুনের লেলিহান শিখা। বিস্ফোরণের শব্দ পাওয়া যায় কারখানার বাইরে থেকে। বিস্ফোরণের পরে আগুনের শিখা আরও তীব্র হয়ে ওঠে। গোটা এলাকা কালো ধোঁয়াতে ভরে গিয়েছে। আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একটি ইঞ্জিন। পরিস্থিতি বুঝে আরও ইঞ্জিন পাঠানো হয়। এখনও পর্যন্ত ঘটনাস্থলে দমকলের ছ’টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে।
দমকলকর্মীরা বাইরে থেকে হোসপাইপের মাধ্যমে জল ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। তাতে একটা অংশের আগুন নেভানো যায়। যদিও কারখানার ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনার পরই ভেতরে প্রবেশ করবেন দমকলকর্মীরা। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। ওই কারখানায় বেশ অনেক পরিমাণে দাহ্য পদার্থ মজুত রয়েছে। সেই কারণে আগুন এত বড় আকার নেয়। তবে ঠিক কী কারণে কারখানায় আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।
মঙ্গলবার রাতে কলকাতার মেছুয়াবাজারে ঋতুরাজ হোটেলে আগুন লাগে। এই ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়। তাঁদের বেশির ভাগই দম বন্ধ হয়ে মারা যান। এই ঘটনায় এখনও পর্যন্ত হোটেলের মালিক ও ম্যানেজার-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই ঘটনায় কাউকে ছাড়া হবে না বলে জানিয়েছেন।