Advertisement

Kolkata Metro: ফের মেট্রো বিভ্রাট, দমদম-কবি সুভাষ ডাউন লাইনে পরপর দাঁড়িয়ে রইল ট্রেন

দমদম থেকে কবি সুভাষ রুটের ডাউন লাইনে একের পর এক ট্রেন থমকে থাকার অভিযোগ যাত্রীদের। দীর্ঘদিন এই লাইন পরিষেবা ব্যাহত হয়েছে বলে খবর। যদিও সকাল ৯টা ৪০ মিনিট থেকে পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

ইদে দক্ষিণেশ্বর-গড়িয়া রুটে কমল মেট্রো, বাকি লাইনে পরিষেবা কেমন থাকবে? রইল সূচিইদে দক্ষিণেশ্বর-গড়িয়া রুটে কমল মেট্রো, বাকি লাইনে পরিষেবা কেমন থাকবে? রইল সূচি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 05 Jul 2025,
  • अपडेटेड 10:27 AM IST
  • শনিবার সকালে ফের মেট্রো বিভ্রাট
  • দমদম থেকে কবি সুভাষ রুটের ডাউন লাইনে একের পর এক ট্রেন থমকে থাকার অভিযোগ
  • সকাল ৯টা ৪০ মিনিট থেকে পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে দাবি মেট্রোর

ফের ব্যাহত মেট্রো পরিষেবা। শনিবার সকালে দমদম থেকে কবি সুভাষ রুটের ডাউন লাইনে একাধিক মেট্রো পর পর দাঁড়িয়ে রয়েছে বলে অভিযোগ। উইকএন্ড হলেও ব্যস্ত সময়ে দীর্ঘসময় ধরে পরিষেবা থমকে থাকায় তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন নিত্যযাত্রীরা। 

কী কারণে বিভ্রাট?
মেট্রোর তরফে জানা গিয়েছে, যতীন দাস পার্ক স্টেশনে নিউ গড়িয়ামুখী মেট্রোর একটি রেক খারাপ হয়ে গিয়েছে। সে কারণেই কিছুটা সময় ওই রুটের ডাউন লাইনে পর পর মেট্রো দাঁড়িয়ে যায়। 

যদিও ৯টা ৪০ মিনিটে পরিষেবা ফের স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। তবে যাত্রীদের বক্তব্য, ডাউন লাইনে মেট্রো প্রতিটি স্টেশনে গিয়ে বেশ কিছুক্ষণ থমকে গিয়েছে ট্রেন। ফলে পরিষেবা স্বাভাবিক হওয়ার দাবি করা হলেও আদতে অনেকটাই সময় লেগেছে বলে অভিযোগ যাত্রীদের। 

কিছুদিন আগেই ভারী বৃষ্টির কারণে জল জমে মেট্রোর সুড়ঙ্গপথেও। আর সে কারণেই কর্মব্যস্ত দিনে মেট্রো পরিষেবায় বিভ্রাট দেখা দেয়। ময়দান থেকে গিরিশ পার্ক পর্যন্ত বন্ধ থাকে মেট্রো চলাচল। মেট্রোর তরফে জানানো হয়, আপ লাইনে জল জমে থাকার দরুণ ট্রেন এগোনো সম্ভব হয়নি। জানা যায়, সেন্ট্রাল এবং চাঁদনি চক মেট্রো স্টেশনের মধ্যবর্তী অংশে রেললাইনে জল জমেছে। সে কারণেই কোনও ঝুঁকি না নিয়ে পরিষেবা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মেট্রো কর্তৃপক্ষ। তবে সপ্তাহের প্রথম কাজের দিনে অফিস টাইমে, কলকাতার লাইফলাইন বন্ধ হয়ে যাওয়ায় চূড়ান্ত হয়রানির শিকার হন যাত্রীরা। ক্ষোভ উগরে দেন গন্তব্যে লেট হয়ে যাওয়া মেট্রো প্যাসেঞ্জাররা। যদিও মেট্রো কর্তৃপক্ষ দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। 

 

Read more!
Advertisement
Advertisement