Advertisement

Minister Sujit Bose: পুর-দুর্নীতি: 'আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে,' CBI-নোটিশ নিয়ে দাবি সুজিতের

পুর নিয়োগ দুর্নীতে তলব করা হয় রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুকে। তিনি আদৌ হাজিরা দেবেন কিনা তা নিয়ে ছিল জল্পনা। বৃহস্পতিবার তাঁকে সিবিআই অফিসে হাজিরা দিতে বলা হয়। তবে এমন কোনও নোটিশই তিনি পাননি বলে দাবি করলেন দমকল মন্ত্রী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর পাল্টা দাবি, "আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে"।

দমকল মন্ত্রী সুজিত বসুদমকল মন্ত্রী সুজিত বসু
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Aug 2023,
  • अपडेटेड 2:36 PM IST
  • পুর নিয়োগ দুর্নীতে তলব করা হয় রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুকে
  • তিনি আদৌ হাজিরা দেবেন কিনা তা নিয়ে ছিল জল্পনা
  • বৃহস্পতিবার তাঁকে সিবিআই অফিসে হাজিরা দিতে বলা হয়

Sujit Bose: পুর নিয়োগ দুর্নীতে তলব করা হয় রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুকে। তিনি আদৌ হাজিরা দেবেন কিনা তা নিয়ে ছিল জল্পনা। বৃহস্পতিবার তাঁকে সিবিআই অফিসে হাজিরা দিতে বলা হয়। তবে এমন কোনও নোটিশই তিনি পাননি বলে দাবি করলেন দমকল মন্ত্রী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর পাল্টা দাবি, "আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে"।

নোটিশ প্রসঙ্গে সুজিত বসু আরও বলেন, "আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। কোনও এজেন্সি ডাকলে অবশ্যই যাব। আমি আজ পর্যন্ত কোনও নোটিশ পাইনি। ষড়যন্ত্রের নেপথ্যে কারা, তদন্ত করে শাস্তি দেওয়া হোক।" 

সিবিআইয়ের দাবি দমকল মন্ত্রীকে নোটিশ পাঠানো হয়। বেলা ১১টায় তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল বলে দাবি। তিনি না এলে পরবর্তীতে কী করা হবে তা বিবেচনা করা হবে।

গতকালই রাখি বন্ধনের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি দাবি করেছিলেন, 'নোটিশ পেলে আমি ঠিক বলে দিতাম। কোনও ধরনের কাগজ আমার কাছে এখনও পর্যন্ত আসেনি। আপনারা বারবার একই কথা বলেন।'

১২টি পুরসভা কর্তৃপক্ষের কাছে নিয়োগ সংক্রান্ত নথি চেয়ে পাঠানো হয়েছিল। তার মধ্যে রয়েছে দমদম, কামারহাটি, পানিহাটির পুরসভগুলি। ২০১৪ সাল থেকে সমস্ত নিয়োগের তথ্য তাদের পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। ওই সময়ে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত।

Read more!
Advertisement
Advertisement