Advertisement

Central Team For 100 Days Work In West Bengal: ১০০ দিনের কাজ রাজ্যে কেমন? আসছে কেন্দ্রীয় দল, ঘুরবে ১২ জেলায়

পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, আলিপুরদুয়ার, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানে যাবেন কেন্দ্রীয় দলের সদস্যরা।

১০০ দিনের কাজ পর্যবেক্ষণে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল১০০ দিনের কাজ পর্যবেক্ষণে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Jan 2023,
  • अपडेटेड 5:20 PM IST
  • রাজ্যের ১২টি জেলায় পরিদর্শন সারবে কেন্দ্রীয় দলটি
  • তবে শুধু বাংলা নয়, ২৫টি রাজ্যে দল পাঠাচ্ছে কেন্দ্র সরকার

আবাস যোজনার পর এবার ১০০ দিনের (100 Days Work) কাজ খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল (Central Team)। ইতিমধ্যেই কেন্দ্রীয় দল পাঠানোর বিষয়টি নবান্নকে (Nabanna) চিঠি দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক (Ministry of Rural Development)। চিঠিতে জানানো হয়েছে, রাজ্যের ১২টি জেলায় পরিদর্শন যাবে কেন্দ্রীয় দলটি। নবান্ন সূত্রে খবর, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, আলিপুরদুয়ার, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানে যাবেন কেন্দ্রীয় দলের সদস্যরা। তবে শুধু বাংলা নয়, ২৫টি রাজ্যে দল পাঠাচ্ছে কেন্দ্র সরকার। তার মধ্যে রয়েছে বাংলাও।

কেন্দ্রীয় সরকার বাংলায় ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে বলে বারেবারে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবাস যোজনা নিয়েও তিনি বঞ্চনার অভিযোগ তোলেন। পাল্টা ১০০ দিনের কাজ, আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী  গিরিরাজ সিংয়ের কাছে ১০০ দিনের কাজ ও আবাস যোজনায় বাংলার চরম দুর্নীতি হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

রাজ্যে প্রতিনিধি দল পাঠানো নিয়ে কেন্দ্রকে আক্রমণ করতে গিয়ে বিএসএফ-কে নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,'এখন দেখবেন একটা উইপোকা কামড়ালেও দিল্লির টিম চলে আসছে। কলকাতা হাইকোর্টে সমস্যা হলে প্রধান বিচারপতি দেখবেন। দিল্লির বার কাউন্সিল চলে আসছে। কারও বাড়িতে চকোলেট বোমা ফাটলে এনআইএ-কে পাঠিয়ে দিচ্ছে। আর বিএসএফ যখন গুলি করে কোচবিহার ও দক্ষিণ দিনাজপুর সীমান্তে মারে তখন কটা টিম পাঠাও! উত্তরপ্রদেশে মেয়েদের উপরে অত্যাচার হলে কটা টিম পাঠাও!'

Advertisement
Read more!
Advertisement
Advertisement