
রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল ঘটল। নবান্নের তরফে জারি করা নির্দেশিকায় বদলি করা হয়েছে মোট ৬৪ জন আইএএস অফিসারকে, যাঁদের মধ্যে রয়েছেন দশ জন জেলা শাসক। পাশাপাশি বদলি করা হয়েছে একাধিক এডিএম (ADM) ও এসডিও (SDO)-কেও। নবান্ন সূত্রে খবর, দীর্ঘদিন একই পদে কর্মরত আধিকারিকদের ক্ষেত্রেই এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দশ জেলাশাসক, এডিএম-সহ মোট ১৭ জন আমলাকে বদলি করা হয়েছে। নবান্ন থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে। এ বিষয়ে স্পর্শকাতর জেলাগুলিতে বাড়তি নজর দেওয়া হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, মালদা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদের জেলাশাসকদের বদলি করা হয়েছে। অতিরিক্ত জেলাশাসক বদল হয়েছেন অন্তত ২০ জেলার। এছাড়া বিভিন্ন সরকারি দফতরের সচিব পর্যায়ে ব্যাপক রদবদলের বিজ্ঞপ্তি জারি হয়েছে। রদবদল করা হয়েছে কলকাতা পুরসভাতেও।
নবান্নের বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, সবমিলিয়ে মোট ৫৭ জন আধিকারিককে বদলি করা হয়েছে। এই তালিকায় জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক ছাড়াও রয়েছেন হিডকো, হলদিয়া উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্তরা। যেমন হিডকোর ম্যানেজিং ডিরেক্টর আইএএস শশাঙ্ক শেট্টিকে উত্তর ২৪ পরগনার জেলাশাসকের পদে আনা হয়েছে। বর্তমান জেলাশাসক আইএএস শরদ দ্বিবেদীকে বদলি করা হয়েছে স্বাস্থ্যদপ্তরের সচিব পদে। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক বদলি হয়েছেন কলকাতা পুরসভার কমিশনার পদে। এছাড়া মুর্শিদাবাদ, পুরুলিয়ার জেলাশাসকদের বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে। যে বিজ্ঞপ্তি নবান্নের তরফে জারি করা হয়েছে, সেখানে ১০ জন জেলাশাসক, ২৪ জন এডিএম ও ১৫ জন এসডিও আর ১০ জন ওএসডি রয়েছেন।
নবান্ন সূত্রে আরও জানা গিয়েছে, এই বদলির প্রক্রিয়া এখানেই শেষ নয়। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অন্য আরও দফতরে পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, রাজ্যে সব মিলিয়ে মোট ৬৪ জন IAS-এর বদলি করা হয়েছে। সঙ্গে ৫ জন ডব্লুবিসিএস অফিসারকেও বদলি করা হয়েছে।