Advertisement

West Bengal News: উলুবেড়িয়া থেকে SSKM কাণ্ড, হাসপাতালের নিরাপত্তা প্রশ্নের মুখে, তড়িঘড়ি বৈঠক ডাকল নবান্ন

হাসপাতালের অন্দরে নিরাপত্তা কোথায়? উলুবেড়িয়া থেকে SSKM-এর মতো ঘটনা ঘিরে ফের তোলপাড় রাজ্য। বহিরাগতরা কীভাবে হাসপাতালের অন্দরে প্রবেশ করছে? এই নিয়ে এবার বৈঠক ডাকল নবান্ন।

নবান্নে জরুরি বৈঠক নবান্নে জরুরি বৈঠক
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 25 Oct 2025,
  • अपडेटेड 8:43 AM IST
  • হাসপাতালের নিরাপত্তা ফের প্রশ্নের মুখে
  • বহিরাগতরা কীভাবে হাসপাতালের অন্দরে?
  • নবান্নে বৈঠক ডাকা হল শনিবার

আরজি কর হাসপাতালের অন্দরে মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার পরও ঘটছে উলুবেড়িয়া, SSKM কাণ্ড। উদ্বিগ্ন গোটা রাজ্য, উদ্বিগ্ন চিকিৎসক মহল। বারবার প্রশ্ন উঠছে হাসপাতালগুলির নিরাপত্তা এবং সুরক্ষা ব্যবস্থা নিয়ে। কীভাবে বহিরাগতরা হাসপাতালের অন্দরে অবাধে ঘুরে বেড়াচ্ছে, তা নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন স্বাস্থ্যকর্মী, রোগীর আত্মীয়রা। এই নিয়ে এবার নড়েচড়ে বসল নবান্ন। তড়িঘড়ি বৈঠক ডাকা হল নবান্নে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার দুপুর ১২টায় উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে হবে এই বৈঠক। 

সূত্রের খবর, নবান্নের এদিনের এই বৈঠকে থাকার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ও সুপারদের। পাশাপাশি, উপস্থিত থাকতে হবে সব জেলার জেলাশাসক, পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের। কলকাতা পুলিশের কমিশনারকেও বৈঠকে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। 

কেবলমাত্র সরকারি নয়, বেসরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও ক্ষোভ রয়েছে নাগরিক মহলে। হাসপাতালের নিরাপত্তা আরও জোরদার করার বিষয়ে উঠছে প্রশ্ন। সে বিষয়েই এদিনের বৈঠকে আলোচনার সম্ভাবনা রয়েছে। 

উল্লেখ্য, সম্প্রতি SSKM এর মতো খাস কলকাতার অন্যতম বড় সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালের অন্দরে এক নাবালিকা রোগীর যৌন হেনস্থার ঘটনায় পড়ে গিয়েছে। অভিযুক্ত ওই হাসপাতালেরই বিতাড়িত প্রাক্তন কর্মী এবং বর্তমানে অন্য সরকারি হাসপাতালের অস্থায়ী কর্মী। ওই ঘটনার পরই স্বাস্থ্য ভবন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। অন্যদিকে, উলুবেড়িয়া মেডিক্যালে এক মহিলা চিকিৎসকের উপর হামলা ও শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। তদন্তে নেমে ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

 

Read more!
Advertisement
Advertisement