Advertisement

অভিষেকের নাম করে ভোটে টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি, গ্রেফতার নাজমুল শেখ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী করার টোপ দিচ্ছিলেন নাজমুল। তৃণমূলের টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েকজনের কাছ থেকে টাকা নিয়েছেন বলেও অভিযোগ। এমনই এক অভিযোগ জমা পড়ে শেক্সপিয়র সরণি থানায়। বিষয়টি পৌঁছয় অভিষেকের অফিস পর্যন্ত।

অভিষেকের নাম করে ভোটে টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি, গ্রেফতার নাজমুল শেখঅভিষেকের নাম করে ভোটে টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি, গ্রেফতার নাজমুল শেখ
Aajtak Bangla
  • 05 Sep 2025,
  • अपडेटेड 10:55 PM IST

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে বিধানসভা ভোটের টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি! আর সেই 'টিকিট' পাওয়ার আশ্বাসে টাকা তুলছিলেন এক ব্যক্তি। তবে শেষরক্ষা হয়নি। অভিযোগ পেয়ে কলকাতার শেক্সপিয়র সরণি থানার পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করল ওই ব্যক্তিকে। ধৃতের নাম নাজমুল শেখ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী করার টোপ দিচ্ছিলেন নাজমুল। তৃণমূলের টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েকজনের কাছ থেকে টাকা নিয়েছেন বলেও অভিযোগ। এমনই এক অভিযোগ জমা পড়ে শেক্সপিয়র সরণি থানায়। বিষয়টি পৌঁছয় অভিষেকের অফিস পর্যন্ত।

তৃণমূল সূত্রে খবর, এক নেতা প্রথম এই প্রতারণার বিষয়টি দলের কাছে জানান। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস থেকে সরাসরি যোগাযোগ করা হয় অভিযুক্তের সঙ্গে। বলা হয়, এক হোটেলে দেখা করে বিষয়টি নিয়ে আলোচনা হবে। সেইমতো শুক্রবার নির্দিষ্ট সময়ে পার্ক স্ট্রিটের একটি হোটেলে পৌঁছন নাজমুল।

আরও পড়ুন

কিন্তু সেখানে গিয়ে বুঝতেও পারেননি কী অপেক্ষা করছে তাঁর জন্য। হোটেলে ঢোকার কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যান সাদা পোশাকের পুলিশকর্মীরা। তারপরই গ্রেফতার করা হয় তাঁকে।

পুলিশ এখন খতিয়ে দেখছে, এই প্রতারণাচক্রে নাজমুল একাই যুক্ত, না কি এর পেছনে রয়েছে আরও কেউ। কারা কারা তাঁর মাধ্যমে প্রার্থিপদ পাওয়ার আশায় টাকা দিয়েছেন, তাও জানার চেষ্টা চলছে।

তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এই ঘটনায় কড়া মনোভাব নিয়েছে বলেই জানা গিয়েছে। দলের ভাবমূর্তি রক্ষায় কোনওরকম অসৎ কার্যকলাপ বরদাস্ত করা হবে না। সেই বার্তা দিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে সরাসরি পুলিশের কাছে অভিযোগ জানানো হয় বলে সূত্রের খবর।

 

Read more!
Advertisement
Advertisement