অনিশ্চয়তার মুখে নিট উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। এমডিএস এবং বিডিএসে ভর্তি প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সোমবার এই মর্মে একটি নোটিশও জারি করেছে স্বাস্থ্য ভবন। সূত্রের খবর, আইনি জটিলতার কারণে এই ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। পরবর্তী বিজ্ঞপ্তি না প্রকাশ পাওয়া পর্যন্ত এই নির্দেশিকাই বহাল থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।
এই নোটিশ প্রকাশ পাওযার পর থেকেই প্রতিবাদে ফেটে পড়েছে ছাত্র সংগঠনের রাজ্য মেডিকেল ইউনিট। সংগঠনের আহ্বায়ক সামস মুসাফির একটি বিবৃতিতে জানিয়েছেন, আইনি জটিলতার অজুহাত দেখিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর তা একেবারে কাম্য নয়। ডাক্তারি বা চিকিৎসা বিজ্ঞানের মতো গুরুত্বপূ্র্ণ ক্ষেত্রে ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখার অর্থ ছাত্রছাত্রীদের পঠনপাঠনের সময় কমিয়ে দেওয়া। এর প্রভাব কেবল ডাক্তারি ছাত্রছাত্রীদের শিক্ষার উপরই শুধু নয়, সার্বিক স্বাস্থ্য পরিষেবার মানেরও ক্ষতি হবে। প্রতিহত হতে পারে চিকিৎসা ব্যবস্থাও। এমনই আশঙ্কা করছে রাজ্য মেডিক্যাল ইউনিট।
সামস মুসাফিরের আরও দাবি, আইনি জটিলতা কাটিয়ে সকল ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া অবিলম্বে শুরু করতে হবে। চালু করতে হবে ক্লাসও। এর অন্যথা হলে ভবিষ্যতে রাজ্য জুড়ে আরও বৃহত্তর আন্দলোনে পথে নামা হবে।
উল্লেখ্য, ২০২৫ সালের NEET UG-র পরীক্ষায় বসেছিলেন ২২ লক্ষ ৭০ হাজারেরও বেশি পড়ুয়া ৷ দেশের ৫০০টি শহরের ৫ হাজার ৪৫৩টি কেন্দ্রে NEET UG-র পরীক্ষা নেওয়া হয় ৷ এর পাশাপাশি বিদেশে ১৩টি শহরে NEET পরীক্ষার ব্যবস্থা করা হয়৷