Advertisement

Nupur Sharma Kolkata Police : নূপুরের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি কলকাতা পুলিশের

পয়গম্বর বিতর্কে এবার আরও বিপাকে BJP-র প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মা। এবার তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করল কলকাতা পুলিশ। কলকাতায় নূপুর শর্মার বিরুদ্ধে একাধিক FIR নথিভুক্ত হয়েছে। তার ভিত্তিতেই পুলিশ এই পদক্ষেপ নিয়েছে বলে খবর।

ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Jul 2022,
  • अपडेटेड 4:47 PM IST
  • পয়গম্বর বিতর্কে এবার আরও বিপাকে BJP-র প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মা
  • এবার তাঁর বিরুদ্ধে  লুকআউট নোটিশ জারি করল কলকাতা পুলিশ

পয়গম্বর বিতর্কে এবার আরও বিপাকে BJP-র প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মা। এবার তাঁর বিরুদ্ধে  লুকআউট নোটিশ জারি করল কলকাতা পুলিশ। কলকাতায় নূপুর শর্মার বিরুদ্ধে একাধিক FIR নথিভুক্ত হয়েছে। তার ভিত্তিতেই পুলিশ এই পদক্ষেপ নিয়েছে বলে খবর। 

পয়গম্বর ইস্যুতে সুপ্রিম কোর্টের তিরস্কারের মুখে পড়েন নূপুর শর্মা। তার একদিন আগে দিল্লি পুলিশও নবি মহম্মদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জন্য নূপুরকে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তার আগেও দিল্লি পুলিশ অভিযুক্তকে 41A ধারার অধীনে তদন্তে যোগ দেওয়ার জন্য একটি নোটিশ পাঠিয়েছিল। ১৮ জুন তিনি পুলিশের কাছে হাজির হয়ে জবানবন্দিও রেকর্ড করান।

আরও পড়ুন :  শ্রীভূমি-তে এবারও চমক, রথযাত্রায় ঘোষণা দুর্গাপুজোর থিম

কলকাতায় নূপুরের বিরুদ্ধে ১০টি FIR নথিভুক্ত হয়েছে। গত ২০ জুন নারকেলডাঙ্গা থানায় হাজির হতে নূপুর শর্মাকে বলা হয়েছিল। এর আগে ২৫ জুন আমহার্স্ট স্ট্রিট থানা পুলিশ সমন জারি করলেও তিনি আসেননি। 

গত ১ জুলাই, সুপ্রিম কোর্ট নূপুর শর্মাকে তিরস্কার করে। নূপুর এই সমস্ত পিটিশন দিল্লিতে স্থানান্তরের জন্য অনুরোধ করেছিলেন, যা শুক্রবার সুপ্রিম কোর্ট খারিজ করে দেয়। নূপুর শর্মার মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। আদালত বলে, তাঁর মন্তব্য সারা দেশের মানুষের অনুভূতিকে আাঘাত করেছে। দেশে আজ যা কিছু হচ্ছে তার জন্য তিনি দায়ী।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement