Advertisement

'আধ ঘণ্টায় ৩০০ টাকা, থানা মেন্টেন', ট্রেনের পোস্টার নিয়ে কী বলল পুলিশ?

লোকাল ট্রেনে অশ্লীল পোস্টার ঘিরে হৈচৈ। এবার সব সীমা ছাড়িয়ে রগরগে-কদর্য পোস্টার পড়ল ডাউন মধ্যমগ্রাম–মাঝেরহাট লোকালে। 'বন্ধুত্ব', 'রঙিন জীবনের হাতছানি'র উপরে উঠে এবার যে পোস্টার লোকাল ট্রেনে পড়েছে তা বডি ম্যাসাজের ঊর্ধ্বে উঠে গিয়েছে। এমনই ভাষায় সেই পোস্টার পড়েছে, যা লেখার অযোগ্য।

লোকাল ট্রেনে পোস্টার ঘিরে বিতর্কলোকাল ট্রেনে পোস্টার ঘিরে বিতর্ক
কিশোর শীল
  • কলকাতা,
  • 20 Dec 2025,
  • अपडेटेड 2:21 PM IST
  • রগরগে-কদর্য পোস্টার পড়ল ডাউন মধ্যমগ্রাম–মাঝেরহাট লোকালে।
  • বিস্ফোরক ভাবে লেখা হয়েছে, 'থানা মেন্টেন করে কাজ করা হয়।'
  • বিষয়টি নিয়ে কী বলল পুলিশ?

লোকাল ট্রেনে অশ্লীল পোস্টার ঘিরে হৈচৈ। এবার সব সীমা ছাড়িয়ে রগরগে-কদর্য পোস্টার পড়ল ডাউন মধ্যমগ্রাম–মাঝেরহাট লোকালে। 'বন্ধুত্ব', 'রঙিন জীবনের হাতছানি'র উপরে উঠে এবার যে পোস্টার লোকাল ট্রেনে পড়েছে তা বডি ম্যাসাজের ঊর্ধ্বে উঠে গিয়েছে। এমনই ভাষায় সেই পোস্টার পড়েছে, যা লেখার অযোগ্য। পোস্টারে মিনিট উল্লেখ করে টাকা নেওয়ার কথা জানিয়ে, কাস্টমার সার্ভিস দেওয়ার বিষয়ে বলা হয়েছে।

তবে এই পোস্টারে সবচেয়ে বিস্ফোরক ভাবে লেখা হয়েছে, 'থানা মেন্টেন করে কাজ করা হয়।' যা দেখে রীতিমতো টনক নড়ে গিয়েছে রেলের যাত্রীদের। বিষয়টি নজরে এসেছে পুলিশেরও।

পোস্টারে যে ঠিকানা দেওয়া হয়েছে তা বিরাটি এলাকার অশোকপল্লী পাইক পাড়া এলাকার। এই অঞ্চলটি আসে নিমতা থানার আওতায়। 'থানা মেন্টেন' করার বিষয়টি নিয়ে নিমতা থানার ওসি সঞ্জয় কুণ্ডুকে প্রশ্ন করা হলে তিনি bangla.aajtak.in -কে বলেন, "আমরা বিষয়টি জানতে পেরেছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।"

অন্যদিকে, শিয়ালদা RPF-এর তরফে জানানো হয়, বিষয়টি নিয়ে তাঁদের কাছে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। পাশাপাশি পূর্ব রেলের DRO দীপ্তিময় দত্ত bangla.aajtak.in -কে জানান, "ট্রেনে পোস্টার লাগানো আইনত দণ্ডনীয়। এই বিষয়টি RPF-এর দায়িত্বে রয়েছে। যারা এই পোস্টার লাগাচ্ছে, তাঁরা ধরা পড়লে জেল ও জরিমানা দুই করা হতে পারে।" 

অন্যদিকে, পোস্টারে দেওয়া নম্বরগুলিতে ফোন করা হলে এক ব্যক্তি ফোন ধরে জানান, বিরাটি স্টেশনে নেমে ফোন করলে তাদের লোক এসে কাস্টমার সার্ভিস দিতে নিয়ে যাবেন। এর বেশি কিছুই বলতে চাননি সেই ব্যক্তি।

Read more!
Advertisement
Advertisement